রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ ইংরেজি ১৬.০৬.২১ তারিখ বুধবার বিকেল ৪ ঘটিকায় ভাঙন এবং বন্যা প্রতিরোধ ও পরিবেশ রক্ষায়  সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে  হারউড পয়েন্ট কোষ্টাল থানার রামতনুনগরে ম্যানগ্রোভ  চারা রোপনের মাধ্যমে  রৃক্ষরোপন কর্মসূচির  শুভ উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী ভাস্কর মুখার্জি,  আই পি এস,  রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা, সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর শ্রী রাকেশ সিং,  কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক শ্রী অনিল কুমার রায়, অন্যান্য উর্ধতন পুলিশ আধিকারিক, কাকদ্বীপ সমষ্টি উন্নয়ন আধিকারিক, বনদপ্তরের আধিকারিক,  মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এর প্রধান,  উপপ্রধান,  পঞ্চায়েত সমিতির সদস্য, সদস্যা ও হারউড পয়েন্ট কোষ্টাল থানার ওসি বিশ্বজিৎ ঘোষ ।
 মাননীয় পুলিশ সুপার আজকের কর্মসূচির উদ্দেশ্য ব্যক্ত করে সুন্দরবন পুলিশ জেলার নদী ও সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় মোট ৪০০০০ ম্যানগ্রোভ চারা লাগানোর পুলিশি উদ্যোগ এর পাশাপাশি এলাকার সমস্ত মানুষকে চার লক্ষ চারা লাগানোর অনুরোধ জানান।অত:পর পুলিশ সুপার সহ অতিথিরা মুড়িগঙ্গা নদীর পাড়ে  ম্যানগ্রোভ চারা রোপন করেন।  মাননীয় বিধায়ক ও অন্যান্য অতিথিরা পুলিশের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।
A tree plantation program,  inspired by Hon'ble Chief Minister  Mamata Banerjee,  was inaugurated  with the initiative of Sundarbans Police District at 4 pm on Wednesday 16.06.21 at Ramtanunagar of Harwood Point Coastal Police Station to prevent erosion, for flood protection and environment protection. Shri Bhaskar Mukherjee, IPS, Superintendent of Police, Sundarban Police District, former Minister of State and present MLA Shri Monturam Pakhira, Sundarban Police District Additional Superintendent of Police, HQ Shri Rakesh Singh, Kakdwip Sub-Divisional Police Officer Shri Anil Kumar Roy, other senior police  Officers, BDO, Kakdwip,Forest Officer, Pradhan, Upapradhan of Madhusudanpur Gram Panchayat,  Members of Kakdwip  Panchayat Samiti,   and OC of Harwood Point Coastal Police Station Biswajit Ghosh were present.
 Expressing the objective of today's awarness type  program, the Superintendent of Police,  mentioned the planning to plant  of  total 40,000 mangrove saplings  in the riverside and coastal areas of Sundarban PD and requested members of public to plant  four lakhs saplings by them.  After that the guests including the Superintendent of Police, Sundarban Police District  planted mangrove saplings on the banks of river Muriganga. The Hon'ble MLA and other guests highly appreciated  the initiative of  police.
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours