রাজ্যে লকডাউনের বিধি নিষেধ এখনো কিছুদিন জারি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই জেরে আপাতত বন্ধ রয়েছে মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা। তার মধ্যেই পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ অর্থাত্‍ বৃহস্পতিবার বেশকিছু দূরপাল্লার স্পেশাল ট্রেন চালু হতে চলেছে।

এবার একনজরে দেখে নিন তার তালিকা:

হাওড়া-রাঁচি শতাব্দী স্পেশাল
রাচি-হাওড়া শতাব্দী স্পেশাল
শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল
নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ স্পেশাল
কলকাতা-বালুরঘাট স্পেশাল
বালুরঘাট-কলকাতা স্পেশাল
কলকাতা-হলদিবাড়ি স্পেশাল
হলদিবাড়ি -কলকাতা স্পেশাল
হাওড়া-কাটিহার স্পেশাল
কাটিহার-হাওড়া স্পেশাল।

শিয়ালদা ও হাওড়া-নয়াদিল্লি এসি স্পেশাল
হাওড়া ও শিয়ালদহ -বিকানির স্পেশাল
হাওড়া -দেরাদুন স্পেশাল
হাওড়া -যোগনগরি ঋষিকেশ স্পেশাল
হাওড়া -লালকুয়া স্পেশাল
হাওড়া -ভোপাল স্পেশাল
হাওড়া -গুয়াহাটি স্পেশাল
হাওড়া -আগরতলা স্পেশাল
শিয়ালদা -আলিপুরদুয়ার এবং নিউ আলিপুরদুয়ার স্পেশাল
হাওড়া -রক্সৌল স্পেশাল
শিয়ালদা -বালিয়া স্পেশাল
শিয়ালদহ -জয়নগর স্পেশাল।

 স্পেশাল ট্রেনগুলি চালু হলেও তাতে যাত্রীসংখ্যা কেমন থাকবে তা এখনও স্পষ্ট জানা যায়নি। কিন্তু, পূর্ব রেল স্পেশাল ট্রেন গুলি চালালেও লোকাল কিংবা মেট্রো পরিষেবা কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে, আজ থেকে বিভিন্ন স্টেশনে কঠোর হবে আর পি এফের চেকিং। বিনা অনুমতিতে যারা স্টাফ স্পেশালে উঠবে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours