করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু'টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে দ্রুতগতিতে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ এককথায় নিম্নমুখী। রাজ্যের মঙ্গলবারের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে সাড়ে ৩ হাজারেরও নীচে। মৃত্যুর সংখ্যায় অবশ্য খুব বেশি হেরফের হয়নি। তবে পজিটিভিটির হার নেমে এসেছে ৬ শতাংশে।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬৮ জন।


গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৫১৯ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৭৫ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৭৮। গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ১ হাজার ২২৫ জন বেড়েছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৪৬ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৪৭ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৫ হাজার ৬৪৫ টি নমুনা পরীক্ষা হয়েছে।


দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন.


আলিপুরদুয়ার- গতকাল আক্রান্ত ১৩২। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।


কোচবিহার- গতকাল আক্রান্ত ১৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।


দার্জিলিং- গতকাল আক্রান্ত ২১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। সোমবার মৃত-২, মঙ্গলবার-৩।


কালিম্পং- গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।


জলপাইগুড়ি- গতকাল আক্রান্ত ১৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৬। সোমবার মৃত-৮, মঙ্গলবার-২।


উত্তর দিনাজপুর- গতকাল আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। সোমবার মৃত-৩, মঙ্গলবার-০।


দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-১।


মালদহ- গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। সোমবার মৃত-১, মঙ্গলবার-০।


মুর্শিদাবাদ- গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। সোমবার মৃত-১, মঙ্গলবার-০।

নদিয়া- গতকাল আক্রান্ত ২০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৮ জন। সোমবার মৃত-৬, মঙ্গলবার-৬।


বীরভূম- গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-১।

পুরুলিয়া- গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।

বাঁকুড়া- গতকাল আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮১ জন। সোমবার মৃত-২, মঙ্গলবার-১।

ঝাড়গ্রাম- গতকাল আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। সোমবার মৃত-০, মঙ্গলবার-০।

পশ্চিম মেদিনীপুর- গতকাল আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭ জন। সোমবার মৃত-৩, মঙ্গলবার-০।

পূর্ব মেদিনীপুর- গতকাল আক্রান্ত ২২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। সোমবার মৃত-৩, মঙ্গলবার-০।

পূর্ব বর্ধমান- গতকাল আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। সোমবার মৃত-৫, মঙ্গলবার-১।

পশ্চিম বর্ধমান- গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। সোমবার মৃত-১, মঙ্গলবার-৩।

হাওড়া- গতকাল আক্রান্ত ২৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৮ জন। সোমবার মৃত-৬, মঙ্গলবার-৯।

হুগলি- গতকাল আক্রান্ত ২৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। সোমবার মৃত-৬, মঙ্গলবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৫৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩৮ জন। সোমবার মৃত-১৭, মঙ্গলবার-২৩।

দক্ষিণ ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৫ জন। সোমবার মৃত-৩, মঙ্গলবার-২ 

কলকাতা- গতকাল আক্রান্ত ৩৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৭ জন। সোমবার মৃত-১১, মঙ্গলবার-২১।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours