প্রথমবার টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সাউদাম্পটনে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিলেও ব়্যাঙ্কিং অনুযায়ী এই মুহূর্তে নিউজিল্যান্ড বিশ্বের এক নম্বর দল। ভারত রয়েছে দুইয়ে।
তৃতীয় দিনের খেলা শেষ

মন্দ আলোয় তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের অল্প কিছুক্ষণ আগে শেষ হয়ে যায়। ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১০১ রান তুলেছে। কেন উইলিয়ামসন অপরাজিত রয়েছেন ১২ রানে। রস টেলর এখনও খাতা খোলেননি। টম লাথাম ৩০ ও ডেভন কনওয়ে ৫৪ রানে আউট হয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন অশ্বিন ও ইশান্ত।

শেষ ৫ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ রান

শেষ ৫ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ রান। বোঝাই যাচ্ছিল যে, দিনের শেষবেলায় তারা কোনও উইকেট খোয়াতে চায় না। যদিও কনওয়ের শেষমেশ আউট হয়ে বসেন।

ডেভন কনওয়ে আউট

৪৯তম ওভারের চতুর্থ বলে ডেভন কনওয়ের উইকেট তুলে নিলেন ইশান্ত শর্মা। ৬টি বাউন্ডারির সাহায্যে ১৫৩ বলে ৫৪ রান করে মহম্মদ শামির হাতে ধরা পড়েন কনওয়ে। নিউজিল্যান্ড ১০১ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রস টেলর।

নিউজিল্যান্ড ১০০

৪৫তম ওভারে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১০০ রানের গণ্ডি টপকে যায়। ৪৫ ওভারে নিউজিল্যান্ড ১০১/১। কনওয়ে ৫৪ রানে ব্যাট করছেন।

হাফ-সেঞ্চুরি করে অনবদ্য নজির কনওয়ের

৬টি বাউন্ডারির সাহায্যে ১৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জেভন কনওয়ে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করেন কনওয়ে। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের দ্বিতীয় টেস্টে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাফ-সেঞ্চুরি করলেন কনওয়ে। কেরিয়ারের প্রথম তিনটি টেস্টেই ৫০ রানের গণ্ডি টপকালেন ডেভন। নিউজিল্যান্ড ৪৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৯৯ রান তুলেছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours