গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজারের ৫০০-র কম। গতকা আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৩৮৪ জন। সেখানে এদিন করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৪ জন। একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। গতকাল সংখ্যাটি ছিল ৯৫।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় কমছে আক্রান্তের সংখ্যা। কলকাতাতেও কমেছে আক্রান্তের সংখ্যা। এদিন উত্তর ২৪ পরগনা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৬ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। গতকাল এখানে প্রাণ হারিয়েছিলেন ২০ জন। মহানগরীতে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৪৮৫ জন। মৃতের সংখ্যা ২৪ জন। গতকাল কলকাতায় মারা গিয়েছিলেন ১৭ জন।

মঙ্গলবারের তুলনায় বুধবার বেড়েছিল সুস্থতার হার।

তবে বৃহস্পতিবার সুস্থতার হার বুধবারের মতোই ৯৭.৮৩ শতাংশে দাঁড়িয়ে থাকল। তবে সংক্রমণ কমার খবরে বঙ্গবাসী খানিকটা হলেও স্বস্তি খুঁজে পাবেন।

এদিকে করোনার তৃতীয় ঢেউ আসার আগেই কলকাতা শহরের ৭০ শতাংশ মানুষকে করোনার টিকা দিতে চায় কলকাতা পৌরনিগম। তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে কলকাতা পৌরনিগম টিকাকরণ ছাড়াও একাধিক পদক্ষেপ নিচ্ছে। এদিন পৌরনিগমে মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতায় ২১ লক্ষ মানুষের করোনার টিকাকরণ করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বাধিক।

এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে কলকাতা পৌরনিগম। করোনার দ্বিতীয় ঢেউ আসার সঙ্গে সঙ্গেই অক্সিজেনের চাহিদা বেড়ে ছিল। এই পরিস্থিতি মোকাবিলা করেছে কলকাতা পৌরনিগম। ইতিমধ্যে অনেকগুলি অক্সিজেন কনসেনট্রেটার কেনা হয়েছে। ফিরহাদ আরও জানান, এই নতুন অক্সিজেন কনসেনট্রেটারগুলি এলাকার ওয়ার্ড কো-অর্ডিনেটর মাধ্যমে বিভিন্ন সেফহোমগুলিতে দেওয়া হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours