ইয়াস দাপটের পরেই আজ সকালে জলমগ্ন বহু এলাকায়। বাদ রইলো না কাকদ্বীপ হসপিটাল ও। একদিকে ইয়াসের দাপট তার সাথে চন্দ্র গ্রহণ ও পূর্ণিমা কটাল থাকার কারণে বহু এলাকায় নদীর জল উপচে উঠে আসে। কিছু একলায় সরাসরি বাঁধ ভেঙে জল ঢোকে, এবং কিছু এলাকায় খাল বিল এর জল বেড়ে গিয়ে এলাকায় জল প্রবেশ করে। এর মধ্যে কাকদ্বীপ হসপিটাল, বড় বাজার, কাকদ্বীপ ইয়াংস্টাফ মোড়, গোয়ালার চক, কাকদ্বীপ রেলব্রিজ, কাকদ্বীপ নতুনরাস্তা, পাথর প্রতিমা ব্যানার্জি বাজার, নামখানা আরও বিভিন্ন এলাকায়। সকাল থেকেই কিছু কিছু জায়গায় এখনো চলছে বাঁধ মেরামতির কাজ। সকাল থেকেই আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে লাইভ করেছেন। 
অন্যদিকে গত কাল ইয়াস এর দাপটের আগেই কাকদ্বীপ এর উপকূল বর্তি এলাকা গুলো ঘুরে দেখেন কাকদ্বীপ বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয়, এবং আজ তিনি প্রত্যেক ফ্লাড সেন্টারে গিয়ে মানুষদের দেখে আসেন যে , তারা নিরাপদ আছেন কি না।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours