শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই মেদিনীপুরে প্রথম জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিকভাবেই গোটা রাজ্যের নজর ছিল, তৃণমূল নেত্রী কী বার্তা দেন, সে দিকেই। তবে জনসভায় অধিকারী পরিবারের নামই তোলেননি নেত্রী। তবে দল যে কারও অপেক্ষা করে বসে নেই, সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি।
সোমবার মমতা বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ‘সিপিএম–কংগ্রেস–বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছো। ভাবছো এভাবেই চলবে? শুধু গালাগালি দিয়ে বেড়াচ্ছো। অনেক টাকা ছড়াচ্ছো।দাঙ্গা লাগাচ্ছো, মিথ্যে কথা বলছো, কুৎসা করছো,সরকার ভাঙছো, দল ভাঙছো, ঘর ভাঙছো, মানুষের ভালবাসা ভাঙছো, জেনে রেখে দিও, ভারতের মাটি থেকে তোমাদের উৎখাত হওয়ার সময় চলে এসেছে। আগে নিজেদের বাঁচাও।'
এ দিন শুভেন্দু অধিকারীর নাম মুখেও আনেননি নেত্রী। তবে তাঁর বার্তা, 'তৃণমূল কংগ্রেস অত দুর্বল নয়। যদি কেউ মনে করে তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেলিং করবো, বার্গেনিং করবো, তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের সময় দুর্বল করবো।সেই বিজেপি দল ও বিজেপি দলের যারা বন্ধু, তাদের কাছে পরিষ্কার করে বলবো, আগুন নিয়ে খেলবেন না। আর যাকে পারেন জব্দ করতে পারেন করুন, তৃণমূল কংগ্রেসকে পারবেন না। কারণ, তৃণমূল কংগ্রেস মানুষকে আলিঙ্গন করে বেঁচে আছে। তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে লড়াই করে বেঁচে আছে।'
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours