এলপিজি সিলিন্ডারের বুকিংয়ের হিসেবে পেটিএম সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ৷
#নয়াদিল্লি: এলপিজি সিলিন্ডার বুকিংয়ের জন্য বিপুল সংখ্যক এখন পেটিএম ব্যবহার করছেন ৷ এই ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম শুক্রবার জানিয়েছে, এলপিজি বুকিং পরিষেবা লঞ্চ করার ১ বছরের মধ্যে ৫০ লক্ষের বেশি বুকিং এসেছে ৷ এর জেরে এলপিজি সিলিন্ডারের বুকিংয়ের হিসেবে পেটিএম সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ৷গত বছরই পেটিএম ‘Book a Cylinder’ সুবিধা লঞ্চ করেছিল ৷ সংস্থা এর জন্য সবচেয়ে আগে HP গ্যাস ও পরে Indian Oil এর সঙ্গে পার্টনারশিপ করে ৷ চলতি বছরের মে মাসে ভারত গ্যাসের সঙ্গে চুক্তির ঘোষণা করা হয়েছিল ৷ পেটিএম-এর মাধ্যমে খুব সহজেই গ্যাস বুকিং করার সুবিধা পাওয়া যায় ৷ এর জেরেই এখন বেশি সংখ্যক মানুষ গ্যাস বুকিংয়ের জন্য এই প্ল্যাটফর্মকেই বেছে নিচ্ছেন ৷
গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য গ্রাহকদের ‘Book a Cylinder’ ট্যাবে যেতে হবে ৷ এখানে নিজেদের গ্যাস প্রোভাইডার, LPG ID বা মোবাইল নম্বর বা কনজিউমার নম্বর দিতে হবে ৷ এরপর পেমেন্ট করতে হবে ৷ এরপর নিকটবর্তী এজেন্সি গ্রাহকদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করে দেবে ৷
পেটিএম-এর তরফে জানানো হয়েছে, ‘এলপিজি সিলিন্ডার দেশের সেবচেয়ে বড় ইউটিলিটি ক্যাটাগরির মধ্যে একটি ৷ এর মধ্যে সমস্ত সামাজিক, আর্থিক শ্রেণির মানুষ এবং সমস্ত ভৌগলিক জায়গার মানুষ সামিল রয়েছে ৷ পাশাপাশি সমস্ত জরুরি পরিষেবাগুলির ডিজিটাল করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ চলতি আর্থিক বছরে ১ কোটির বেশি বুকিং সংখ্যা পেরিয়া যাওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে আমাদের সংস্থা৷’

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours