ইসরোর মুকুটে নতুন পালক। শনিবার অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিল ইসরোর অল ওয়েদার আর্থ ইমেজিং স্যাটেলাইট EOS-01। পোলার রকেট PSLV-C49-এ চেপে EOS-01 সঙ্গে পাড়ি দিল বিদেশের  আরও ৯ স্য়াটেলাইট।
ইসরোর তরফে জানানো হয়েছে, EOS-01 উপগ্রহটি যে কোনও আবহাওয়ায় ভারতের কৃষিক্ষেত্র, বনাঞ্চল ও প্রকৃতিক দুর্যোগ ছবি তুলে পাঠাবে।  এছাড়াও এদিন অন্যান্য দেশের যেসব স্যাটেলাইট উত্ক্ষেপণ করা হয় তা করা হয়েছে বাণিজ্যিক ভিত্তিতে। যেসব দেশের স্য়াটেলাইট উত্ক্ষেপণ কার হয়েছে তার মধ্যে রয়েছে লিথুয়ানিয়া, লুক্সেমবুর্গ ও মার্কিন যুক্তরাষ্ট্রের।
দেশের করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরোর এটাই প্রথম কোনও স্যাটেলাইট উত্ক্ষেপণ। ২০১৯ সালের ডিসেম্বরে ইসরো মহাকাশে পাঠিয়েছিল আরও একটি আর্থ ওবসারভেশন স্যাটেলাইট RISAT-2BR1
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours