নতুন সদস্যের পা পড়েছে রানাওয়াত পরিবারে । আনন্দে ঝলমল করছেন বলিউডের ক্যুইন ।
• কঙ্গনা রানাওয়াতের বাড়িতে এখন খুশির হাওয়া । নতুন সদস্যের পা পড়েছে রানাওয়াত পরিবারে । আনন্দে ঝলমল করছেন বলিউডের ক্যুইন ।
• সেই নতুন সদস্যের সঙ্গে নিজেই সকলের পরিচয় করিয়ে দিয়েছেন কঙ্গনা । তিনি রানাওয়াত পরিবারের পুত্রবধূ রিতু । ফেসবুকে কঙ্গনা লিখেছেন, Welcome to our family Ritu.
• এই মুহূর্তে কঙ্গনার পুরো পরিবার রয়েছেন জয়পুরে । সেখানেই বসেছে বিলাসবহুল এই বিয়ের আসর । কঙ্গনার ভাই অক্ষত রানাওয়াতের বিয়ের অনুষ্ঠানে, ট্র্যাডিশনাল ভারতীয় পোশাকে কঙ্গনাকে সত্যিই ‘ক্যুইন’ লাগছে ।
• প্রি-ওয়েডিং সেরিমনিতে হাল্কা বেগুনি সুতোর কাজের সালওয়ার কামিজ আর নো মেকআপ লুকে বাজিমাত করেছেন নায়িকা• সঙ্গীতে পরেছিলেন নম্রতা রাঠির ডিজাইন করা গোল্ডেন রঙের জারদৌসি কাজের লেহেঙ্গা । ডিপ ভি নেক কাট আর ভারী গয়না ছিল তার সঙ্গে মানানসই ।
• বিয়েতে পরেছিলেন গুজরাতের অনুরাধা বাকিলের ডিজাইন করা বাঁধনি আর জারদৌসি কাজের মাল্টি-কালার লেহেঙ্গা । সঙ্গে ছিল সব্যসাচীর ডিজাইন করা ভারী গয়না ।• কঙ্গনা জানিয়েছেন, এই লেহেঙ্গাটি তৈরি করতে ১৪ মাস সময় লেগেছে ।
• জাস্ট ম্যারেড কাপল অক্ষত আর রিতু ।
Post A Comment:
0 comments so far,add yours