গুগল, আলিবাবা-র সঙ্গে ভারতে ডিজিটাল লেনদেনের লড়াইয়ে এ বার শামিল হল হোয়াটস্যাপ। ভারতে ডিডিটাল লেনদেনের হার অনেকটাই বেড়েছে। সেই চাহিদার দিকে নজর রেখেই ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’(ইউপিআই)-এর বাজারে ঝাঁপাল ফেসবুকের এই সোশ্যাল প্ল্যাটফর্ম।
২০১৮ থেকেই ডিজিটাল পেমেন্টের বাজারে নামার চিন্তাভাবনা শুরু করেছিল হোয়াটসঅ্যাপ। এ নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষাও চালাচ্ছিল তারা। ভারতে গুগল পে, পেটিএম, ফোনপে এবং আলিবাবা-র মতো সংস্থা ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। এ বার হোয়াটসঅ্যাপ বাজারে চলে আসায় প্রতিযোগিতার গতি এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দু’বছর অপেক্ষা করার পর এ বছরেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া(এনপিসিআই) ডিজিটাল লেনদেনের জন্য হোয়াটসঅ্যাপ-কে অনুমতি দেয়। ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ বলেন, “এ নিয়ে এনপিসিআই-এর সঙ্গে আমরা কাজ করছি। আমাদের ইউপিআই পরিষেবা ব্যবহার করে অনেক সহজেই আর্থিক লেনদেন করতে পারবেন গ্রাহকরা।”
ফেসবুক সূত্রে খবর, পাঁচটি ব্যাঙ্কের সঙ্গে হোয়াটসঅ্যাপ পেমেন্টের অংশীদারিত্ব রয়েছে। সেগুলো হল— আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং জিয়ো পেমেন্টস ব্যাঙ্ক।

কী ভাবে ফোনে হোয়াটসঅ্যাপ পে সেট করতে হবে—

• লেনদেন সংক্রান্ত তথ্য জানতে প্রথমে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে।
• অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডো খুলে সেখানে ডান দিকে উপরে যে তিনটে ডট থাকে তাতে ক্লিক করলেই পেমেন্ট অপশনটা দেখা যাবে। সেখানে ক্লিক করতে হবে।

• পেমেন্ট উইন্ডো খুলে গেলে, ‘অ্যাড নিউ পেমেন্টস’ অপশনের উপর ক্লিক করতে হবে।

• এর পর ‘অ্যাকসেপ্ট’ এবং কন্টিনিউ টু প্রসিড ফারদার’-এ যেতে হবে।

• ‘অ্যাক্সেপ্ট’ অপশনের উপর ক্লিক করলেই নতুন একটা উইন্ডো খুলবে। তাতে হোয়াটসঅ্যাপের সঙ্গে যে ব্যাঙ্কগুলোর অংশীদারিত্ব রয়েছে সেই তালিকা দেখা যাবে।

• তালিকা থেকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। তার পর নিজের ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তবে নির্বাচিত ব্যাঙ্কের সঙ্গে ফোন নম্বর রেজিস্টার্ড থাকতে হবে।

• অ্যালাও অপশনের উপর ক্লিক করে অ্যাকাউন্ট ভেরিফাই করার অনুমতি দিতে হবে।

• ভেরিফাই হয়ে গেলেই পেমেন্ট করার সুবিধা পাওয়া যাবে।
কী ভাবে টাকা পাঠাবেন?

• যাঁকে টাকা পাঠাতে চান তাঁর ফোন নম্বর বাছতে হবে। চ্যাট উইন্ডোতে ‘ক্লিপ আইকন’-এর উপর ক্লিক করতে হবে।

• ‘রুপি আইকন’ ক্লিক করতে হবে এর পর।

• এর পর টাকার পরিমাণটা লিখতে হবে।

• এর পর ইউপিআই পিন নম্বর দিয়ে লেনদেন করা যাবে।

• কনফারমেশন মেসেজ না আসা পর্যন্ত চ্যাট উইন্ডো খুলে রাখুন।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours