সোমবার অনেক বাড়িতেই ফোঁটা দেওয়ার নিয়ম নেই। কিন্তু অনেকেই আবার দিচ্ছেন। আর্শীবাদী থালায় চন্দনের সঙ্গে দইও রাখুন
হাইলাইটস
কপালে চন্দনের তিলক দিলে মস্তিষ্ক ঠান্ডা থাকে, ধৈর্য শক্তি বৃদ্ধি পায়,
মন শান্ত থাকে এবং একাগ্রতা বাড়ে।যে কারণে প্রাচীন কাল থেকেই দই-চন্দনের ফোঁটা দেওয়ার কথা বলতেন মুনি-ঋষিরা
এই সময় অ্যাস্ট্রো ডেস্ক:
কথায় আছে সোমে-যমে। আর তাই যেহেতু সোমবার ফোঁটা দিলে যমের দুয়ারে কাঁটা পড়বে না তাই অনেকেই আজ ভাই-দাদাদের ফোঁটা দিচ্ছেন না। সকালেই দ্বিতীয়া পড়ে গিয়েছে। সকাল ৭টায় শুরু হয়েছে দ্বিতীয়া। থাকছে মঙ্গলবার ভোর পর্যন্ত। অনেক বাড়িতেই আবার প্রতিপদে হয় ফোঁটার অনুষ্ঠান। ভাইয়ের দীর্ঘ পরমায়ু কামনার উদ্দেশ্যে এবং ভাই বোনের প্রীতির সম্পর্ক দৃঢ় করা রীতি ভ্রাতৃদ্বিতীয়া। ভাইয়ের কপালে বোনের ফোঁটা, ধান দূর্বা-সহ শ্রদ্ধা এবং আশীর্বাদ বিনিময়, মিষ্টি মুখ এবং উপহার বিনিময়ের মধ্যে দিয়ে ভাই এবং বোন উভয়েরই দীর্ঘ আয়ু এবং মঙ্গল কামনাই এই উৎসবের মূল উদ্দেশ্য। থালায় চন্দন, দউ, ধান, দূর্বা সাজিয়ে ফোঁটা দেন দিদিরা। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এক দৈত্য বধের পর, বোন সুভদ্রা কৃষ্ণের কপালে জয়তিলক (ফোঁটা) পরিয়ে মিষ্টি খেতে দেন। সেই থেকেই ভাইফোঁটার প্রচলন। এই ব্যাপারে অবশ্য অন্যান্য মতও প্রচলিত আছে। তবে ভাইফোঁটায় কেন দই আর চন্দের ফোঁটা একসঙ্গে দিতে হয় তার কারণ জানা আছে কি?কপালে চন্দনের তিলক দিলে মস্তিষ্ক ঠান্ডা থাকে, ধৈর্য শক্তি বৃদ্ধি পায়, মন শান্ত থাকে এবং একাগ্রতা বাড়ে— হাজার হাজার বছর আগে আমাদের মুনি ঋষিরা চন্দনের এই গুণাগুণ সম্পর্কে জানতে পারেন এবং তারা কপালে চন্দনের তিলক দেওয়ার বিধি প্রবর্তন করেন। চন্দনের এই গুণের জন্য ঈশ্বরের প্রতি সর্বদা মন নিবিষ্ট রাখতে পারা যায়। এ কারণেই যে কোনও মন্দির বা কোথাও হিন্দু ধর্মীয় অনুষ্ঠান হলে, উপস্থিত ভক্তদের কপালে চন্দনের তিলক দিয়ে দেওয়া হয়।
চন্দনের মতো এই একই গুণ রয়েছে দইয়েরও। এই কারণেই ভাইফোঁটায় দই ও চন্দনের ফোঁটা জেওয়া হয়। এছাড়াও বলা হয় চন্দন খুব শুভ। তাই বিয়ের অনুষ্ঠান, পুজো সবেতেই রয়েছে এর ব্যবহার। ভাইফোঁটার কোনও ধর্মীয় মন্ত্র নেই। মন থেকে ভালোবেসে মঙ্গলকামনাই আসল। প্রদীপ জ্বালিয়ে, উলুধ্বনি আর আর্শীবাদেই সারুন ভাইফোঁটা।
এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours