আপাতত শীতের প্রথম ইনিংসের ব্যাটিং শেষ। পূর্বাভাস অনুযায়ী একলাফে প্রায় ৩ ডিগ্রি বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
কাল কলকাতার তাপমাত্রা ছিল ১৭.৬।
আজ তা বেড়ে ২০.২। সপ্তাহান্তে প্রায় উধাও শীতের আমেজ।
ভোরে শীত শীত ভাব থাকলেও রোদ উঠলেই বাড়বে গরম। যদিও কাল বিকেলের পর এই অবস্থা পাল্টাবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার থেকে আবার তৈরি হবে শীতের আবহ। সোমবার থেকে একটু একটু করে আবার কমবে রাতের (সর্বনিম্ন) তাপমাত্রা।
বুধবারের পর থেকে দিনের (সর্বোচ্চ) তাপমাত্রাও একটু করে কমবে।
Post A Comment:
0 comments so far,add yours