কোভিড সংক্রমণের প্রেক্ষিতে ভারতে আসা ও ভারত থেকে যাওয়ার যাত্রিবাহী সব আন্তর্জাতিক উড়ান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হল। এ ব্যাপারে আগে যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল তার মেয়াদ বাড়িয়ে দিল অসামরিক বিমান পরিবহনের ডাইরেক্টরেট জেনারেল (ডিজিসিএ)
ডিজিসিএ বৃহস্পতিবার একটি সার্কুলারে জানিয়েছে, ভারতে আসা ও ভারত থেকে যাওয়ার নির্ধারিত যাত্রিবাহী সব আন্তর্জাতিক উড়ান এ বছরের শেষ দিন পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে।তবে এই বিধিনিষেধের আওতায় যে কার্গো বিমানগুলি পড়বে না ডিজিসিএ-র তরফে সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে।সংক্রমণ ভয়াবহ আকার নেওয়ায় গত মার্চ থেকেই ভারতে আসা ও ভারত থেকে যাওয়ার সব যাত্রিবাহী আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেয় ডিজিসিএ।
ডিজিসিএ-র তরফে অবশ্য এও জানানো হয়েছে, এই সময় খুব প্রয়োজনে সামান্য কয়েকটি রুটে বাছাই করা কয়েকটি আন্তর্জাতিক উড়ান চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours