•কীভাবে হবে করোনা ভ্যাকসিনের টিকাকরণ? রাজ্যগুলির কাছে টিকাকরণের পরিকল্পনা জানতে চাইল কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক৷ কীভাবেই বা টিকা বন্টনের ব্যবস্থা করা হবে, সেই তথ্যও রাজ্যগুলির কাছে চেয়ে পাঠাল কেন্দ্র৷ কাদের সর্ব প্রথম ভ্যাকসিন প্রয়োজন, ব্লকস্তরে ছোট ছোট দল ভাগ করে সেই কাজ শুরু করার নির্দেশ দিল কেন্দ্র৷•দেশে করোনার টিকাকারণ যাতে সুস্থভাবে হয়, সেই নিয়ে প্রধানমন্ত্রী মোদির পরামর্শের পরই এভাবে রাজ্যগুলির কাছে হিসেব চাইতে শুরু করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷
•এই কাজে বিভিন্ন সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি স্বেস্থাসেবী সংস্থা সহ স্থানীয় নেতা এবং ধর্মগুরুদেরও একযোগে কাজ করতে অনুরোধ রাখা হয়েছে।•একইসঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে তৈরি থাকতেও বলা হয়েছে যাতে টিকাকরণের পর কোনও আপতকালীন পরিস্থিতি তৈরি হলে, তা সামাল দেওয়া যায়৷
•বিশেষজ্ঞদের মতে, করোনার ভ্যাকসিনের আগে, ছোট এবং বড়দের ফ্লু-এর টিকা নেওয়া খুবই প্রয়োজনীয়৷ এর ফলে কোনও বাড়তি সমস্যা এড়ানো সম্ভব বলে মত তাঁদের৷•করোনার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ভ্যাকসিন ছাড়া কোনও গতি নেই৷ যারা ঘনঘন শারীরিক সমস্যায় ভুগছেন বা যে কোনও বয়সেই টিকাই এখন একমাত্র বাঁচার পথ৷ বলছেন স্বাস্থ্যকর্তারা৷ বছরের এই সময় বাচ্চা, বড় সকলের মধ্যেই ডেঙ্গু, মেলেরিয়া, টাইফয়েড, ফ্লু-য়ের মত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়৷ যারা কিছুটা শারীরিকভাবে দুর্বল বা গর্ভবতী মহিলাদের এই ধরণের টিকা নেওয়া খুবই প্রয়োজনীয়৷ এ ছাড়া মাস্ক পরা ও হাত স্যানিটাইজ করা খুবই দরকার৷ বলছেন ডাঃ অজয় গঙ্গোপাধ্যায়, মেডিক্যাল ডিরেক্টর, অ্যাপোলে হেল্থ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড৷ তিনি আরও জানান যে টিকার প্রভাব এক এক জনের শরীরে এক এক রকম হবে৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours