বেশ কয়েকদিন ধরেই হংকংয়ে চিনা আগ্রাসন নিয়ে প্রতিবাদ হচ্ছে। চিনের বিরুদ্ধে বিক্ষোভ-অবরোধে উত্তাল রয়েছে হংকং। এমনই এক প্রতিবাদ মিছিলে দেখা গেল ভারতের জাতীয় পতাকা নিয়েই প্রতিবাদে শামিল হয়েছেন কয়েকজন হংকংবাসী। বেশ কয়েকটি ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। লাউরেল চর নামে এক ফটোগ্রাফার তথা সাংবাদিক কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছেন। সেইসঙ্গে তিনি লিখেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম ‘আপনারা কেন ভারতের জাতীয় পতাকা সঙ্গে নিয়ে মিছিল করছেন?’ উত্তরে তাঁরা জানান, ‘কারণ ভারত চিনের বিরুদ্ধে লড়াই করছে, তাই ভারত আমাদের বন্ধু’। তিনি আরও লিখেছেন, এরপরই প্রতিবাদীরা ভারতের জাতীয় পতাকা মাথার উপরে তুলে সমবেত স্বরে চিৎকার করতে থাকেন ’Stand with India’। টুইটারে এই পোস্টটি বেশ জনপ্রিয় হয়েছে। পোস্টটিতে ১৪ হাজারের বেশি লাইক পড়েছে এবং সাড়ে ছয় হাজার বার রি-টুইট হয়েছে। চিনের জাতীয় দিবসের দিনই চিনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠে হংকং। সেদিনই এই ঘটনার সাক্ষী হয়েছিলেন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের চিত্র সাংবাদিক লাউরেল চর।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours