৭৪তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇮🇳 ❤️
#74th_Independent_day_2020 #15th_august #india #2020
এই বছর আমাদের দেশের ১৫ অগাস্ট একটু হলেও আলাদা। এবার দেশের স্বাধীনতা যুদ্ধের লড়াই যেন অদৃশ্য শত্রুর সঙ্গে। তা হল মারণ ভাইরাস কোভিড-19।
তাই এবারের স্বাধীনতা দিবসে জাতিভেদ, উচ্চ-নিচ, শত্রুতার উর্ধে গিয়ে এই কঠিন পরিস্থিতি বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময়।

সঙ্গে দেশের করোনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে সরকারি আইন বিধি রয়েছে তা অবশ্যই মেনে চলুন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours