১০ সেপ্টেম্বর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হাজির থাকবেন। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লেকেও ওই দন আম্বালায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। ১০ সেপ্টেম্বর থেকে ভারতীয় বায়ু সেনায় অন্তর্ভুক্ত হবে রাফাল বিমান। হরিয়ানার আম্বালা এয়ারবেস-এ সেদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।

৪ থেকে ৬ সেপ্টেম্বর রাজনাথ সিং রাশিয়া সফরে থাকবেন। সেই সময় তিনি সাংঘাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর সদস্য দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে মিটিং করবেন।
১৭ গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রন-এ রাফালকে শামিল করবে ভারতীয় বায়ু সেনা। উল্লেখ্য ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে এসেছিল শক্তিশালী রাফাল বিমান। রাফাল ভারতে আসার ২৪ ঘণ্টর মধ্যেই ভারতীয় বায়ু সেনা সেগুলিকে অপারেট করার জন্য পাইলটদের ট্রেনিং দেওয়া শুরু করেছিল। রাফাল বিমানের মাধ্যমে পরমাণু হামলাও করা যায় বলে জানা গিয়েছিল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours