চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নক আউট পর্বে প্রতিপক্ষের জালে আট গোল দেওয়ার রেকর্ড গড়েছে বায়ার্ন মিউনিখ। পরিসংখ্যান আর ক্লাবের ইতিহাস পাতা উল্টে দেখা গেল ৭৪ বছর পর এমন লজ্জা ফিরে এল বার্সেলোনায়।

শুক্রবার রাতে লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মেসি-সুয়ারেজ-পিকেদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন মুলার-লেওয়ানডস্কি-কিমিচ-গ্র্যানবি-পেরিসিচরা।  পরিসংখ্যান বলছে ৭৪ বছর পর আবার আট গোল হজম করল বার্সেলোনা। ১৯৪৬ সালে কোপা দেল রে-র ম্যাচে সেভিয়ার কাছে ৮-০ গোলে হেরেছিল বার্সেলোনা। অন্যদিকে ১৯৫১ সালের পর আবার ল৬ গোলের ব্যাবধানে হার মানল কাতালান ক্লাবটি। লা লিগায় এস্পানিওলের কাছে ৬-০ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার বায়ার্নের কাছে ৮-২ গোলে হারল তারা। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে বায়ার্না মিউনিখের কাছে ৭-০ গোলে হেরেছিল মেসিরা। ২০১২-১৩ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে দুই লেগ মিলিয়ে ৭ গোল হজম করেছিল বার্সা। এবার সেই লজ্জার নজিরকেও ছাপিয়ে গেল।

বায়ার্নে বিধ্বস্ত বার্সেলোনা না বলে বরং বলা ভাল বায়ার্নে বিদ্ধ বার্সা। লিসবনে ৯০ মিনিটে কার্যত আতস কাঁচ দিয়ে খুঁজতে হল আর্জেন্টিনিয় সুপারস্টার লিওনেল মেসিকে। বার্সা কোচ সেতিয়েন আকাশের দিকে অসহায়ভাবে তাকিয়ে কিছু খুঁজছেন। ২০০৭-০৮ মরশুমের পর আবার যে ট্রফি হীন ন্যু ক্যাম্প।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours