দেশে করোনা ভাইরাসের দাপটে ত্রাহি ত্রাহি অবস্থা৷ সংক্রমণের সংখ্যা ২৬ লক্ষ ছাড়িয়ে গেল৷ এরমধ্যে আরও ভয়ের খবর সামনে এসেছে৷ যে রোগীরা করোনা সারিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাচ্ছেন তাঁদের ফের বড় অসুস্থতা হচ্ছে৷ শরীরে নানা রকমের অসুবিধা হচ্ছে রোগীদের৷ চিকিৎসকরা জানাচ্ছেন রোগীদের মূলত শ্বাস নিতে অসুবিধা হচ্ছে৷ পাশাপাশি অসম্ভব ক্লান্তি বোধ হচ্ছে৷ ফুসফুসে সংক্রমণ, রক্ত জমাট বেধে যাওয়া, স্ট্রোকের মতো মারাত্মক শারীরিক অসুবিধাও হচ্ছে৷

সম্প্রতি নয়ডায় এক ব্যক্তি করোনামুক্ত হয়ে বাড়ি চলে যাওয়ার পরেই প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করেন৷ পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় যায় যে তাঁকে ফের হাসপাতালে ভর্তি করতে হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন তাঁর রক্তে অক্সিজেন লেভেল হঠাৎ করেই একেবারে নেমে যায়৷ করোনা পরীক্ষা ফের করা হলে রিপোর্টও নেগেটিভ আসে৷


দিল্লির গঙ্গারাম হাসপাতালের সিনিয়র চেস্ট ফিজিশিয়ান ডক্টর অরূপ বসু জানিয়েছেন করোনার জেরে ফুসফুসের বড়রকমের ক্ষতি হয়ে যাচ্ছে৷ স্হূল টিস্যুতে থেকে যাওয়া দাগ সঠিকভাবে ফুসফুসকে কাজ করতে দিচ্ছে না৷ করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেও এই দাগগুলি থেকে যাচ্ছে৷ এর জন্যে ফুসফুস ঠিক করে কাজ করতে পারছে না৷ সম্প্রতি রোগীদের এই ট্রেন্ড একেবারেই ভালো চোখে দেখছেন না৷ চিকিৎসকরা জানিয়েছেন যদি প্রচুর সংখ্যায় ফুসফুস খারাপ হয়ে যাওয়ার ঘটনা ঘটে তাহলে পরের সময়ের জন্য তা ভয়ের হয়ে যাবে৷

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫৭,৯৮২ জন৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষ ৪৭ হাজার ৬৬৪৷ অন্যদিকে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৪১৷ সংক্রমণ ও রোজের মৃত্যুর হিসেবে আমেরিকা -ব্রাজিলকে ছাড়িয়ে গেছে৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours