মুম্বই পৌঁছেই তৎপর সিবিআই। শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব।
#মুম্বই:মুম্বই পৌঁছেই তৎপর সিবিআই। শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব। ১৪ জুন সুশান্ত সিং রাজপুরের মৃত্যুর আগে এবং পরে ঠিক কী কী ঘটেছিল, সেই সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্যের জন্য সুশান্তের পরিচারক, রাঁধুনিকে একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, সুশান্তের রাঁধুনি (যে ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী বলে দাবি) নীরজকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি, সুশান্তের সংস্থার কর্মীদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং সান্তাক্রুজের বায়ুসেনার গেস্টহাউজে জিজ্ঞাসাবাদ চলছে।
CBI সূত্রে খবর, বৃহস্পতিবার বেশ খানিকটা রাতেই মুম্বই পৌঁছয় ১০ সদস্যের তদন্তকারী দল। দলের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার নূপুর প্রসাদ। জানা গিয়েছে, আজই নূপুর প্রসাদ মুম্বইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে বসবে। সেখানেই কেস সংক্রান্ত যাবতীয় নথি নিজেদের হাতে নেবে। একইসঙ্গে সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের  রিপোর্ট হ্যান্ডওভার নেবেন তাঁরা।
এ দিকে, সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির ফরেনসিক বিশেষজ্ঞরাও আজই সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে যাবেন। সূত্রের খবর অকুস্থলে গিয়ে সে দিন (১৪ জুন) সকালে বা  ঠিক তার আগের দিন রাতে কী ঘটেছিল, তা অনুসন্ধান করবেন। প্রয়োজনে   'ক্রাইম সিন' অর্থাৎ সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট থেকে নমুনা সংগ্রহ করতে পারেন তাঁরা। সূত্রের খবর, সুধীর গুপ্তা নামে দেশের অন্যতম সেরা ফরেনসিক বিশেষজ্ঞ মামলায় সামিল হচ্ছেন। সুধীর গুপ্তা শিনা বোরা ও সুনন্দা পুষ্কর মামলার ফরেনসিক বিশেষজ্ঞ ছিলেন।
প্রসঙ্গত শীর্ষ আদালতের রায়ের পর দিনই সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর তদন্তে মুম্বই পৌঁছেছে সিবিআই দল। তদন্তের রোডম্যাপ ইতিমধ্যেই প্রস্তুত। সেই মতোই ধাপে ধাপে এগোবেন আধিকারিকরা। CBI সূত্রে খবর, দু-এক দিনের মধ্যেই সুশান্ত মামলার অন্যতম মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তা কোথায় হবে, তা এখনও স্পষ্ট নয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours