বারুইপুরে কাপড় পট্টিতে অগ্নিতাণ্ডভ। দাউ  করে জ্বলছে কাপড়পট্টি। স্থানীয়সূত্রে জানা যায় ভোর ২ টো নাগাদ বারুইপুর কাছারি বাজারের কাপড়পট্টিতে আগুন লাগে, দমকলের ১১ টি ইঞ্জিনসহ ১৪ টি পাম্প ঘটনাস্থলে উপস্থিত হয় ।
 আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও সম্পূর্ণ নেভানো যায়নি। দক্ষিণ ২৪ পরগনা জেলার  ডিভিশনাল ফায়ার অফিসার দীপক কুমার ঘোষ মহাশয় জানান "প্রায় ১০০ থেকে ১৫০ টি দোকান পুড়ে যায় কিন্তু আগুন লাগার কারণ এখনো তদন্ত ছাড়া জানা যাবে না ,  শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে । বেশিরভাগ কাপড় দোকান হওয়ার কারণে মুহূর্তে র মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, কিছু দোকান কসমেটিক্স অর্থাৎ সেটাইজার ইত্যাদি কারণেও হতে পারে। দমকল কর্মীদের থেকে অভিযোগ এত বড় মার্কেটে আগুন নেভাতে বার বার জল শেষ হচ্ছে, কিন্ত মার্কেটের মধ্যে জল ভরার কোনো ব্যবস্থাই নেই।" জানা মাত্রই দমকল মন্ত্রী সুজিত বসু ৩টে দমকল ইঞ্জিন পাঠান কোরোনার সময় এই দুর্বিসহ ভয়াবহ আগুন লাগার কারণে স্হানীয় বাসিন্দারা খুব হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। অল্প সময়ের মধ্যে অনেকটি জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাস্থলে আরো জলের ট্যাংক ও দমকলের ইঞ্জিন আসার কথা রয়েছে। আগুন  এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কিন্তু  যতটা সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours