তিনি এসব মাফিয়াদের বিরুদ্ধে সরব হন বলে যেকোনও সময় তাঁর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন কঙ্গনা।

কঙ্গনার টিমের তরফে ‘মাফিয়া’দের নায় নিয়ে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়, ‘আমার বন্ধুরা হয়তো আমার কথাবার্তা ভিত্তিহীন মনে করবে। বেশিরভাগ সময়ে আমি মুভি মাফিয়া, তাদের অনৈতিক, হিন্দুত্ববাদী চক্রকে উদ্দেশ‍্য করে সরব হই। কিন্তু আমি জানি আমার সময় সীমিত। ওরা যেকোনও সময় আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। আমার অনেক কিছু বলার আছে। এই সময়টা আমি ওদের ফাঁস করার কাজেই লাগাব।’তবে এই টুইটে কারওর নাম উল্লেখ করেননি কঙ্গনা। সুশান্ত মামলার প্রথম থেকেই বলিউডের বিভিন্ন হেভিওয়েট তারকা ও রাঝনৈতিক ব‍্যক্তিত্বের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে কঙ্গনাকে। ভয় পেয়ে কোনও দিনই পিছিয়ে আসেননি তিনি। ভবিষ‍্যতেও এভাবেই সত‍্যিটা সকলের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, এর আগে কঙ্গনার মানালির বাড়ির সামনে রাত ১১টা নাগাদ গুলির আওয়াজ শোনা যায় বলে অভিযোগ করা হয়। কঙ্গনা দাবি করেন, তাঁর মুখ খোলার জন‍্য এভাবে ভয় দেখানো হয়েছে তাঁকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours