দেশের একাধিক রুটে চলবে ৪৪ টি সেমি হাই স্পিড ট্রেন। ঘোষণা : রেল মন্ত্রক
সম্প্রতি ৪৪টি সেমি হাই স্পিড ট্রেনের টেন্ডার বের করেছে রেল ৷

ট্রেনের স্পিড বাড়ানোর জন্য বেশ কিছু সময় ধরে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে ভারতীয় রেল ৷ এর জেরে মিশন রফতার চালু করা হয়েছে ভারতীয় রেলের তরফে ৷ সম্প্রতি ৪৪টি সেমি হাই স্পিড ট্রেনের টেন্ডার বের করেছে রেল ৷ এই টেন্ডার ১০ জুলাই খোলা হবে ৷ এই প্রোজেক্টের মাধ্যমে রেল শীঘ্রই ৪৪টি হাই স্পিড ট্রেন পেয়ে যাবে যা দেশের একাধিক রুটে চলবে ৷ করোনা সংক্রমণের জেরে রেলের তরফে জানানো হয়েছে, যে ডকুমেন্ট ম্যানুয়ল রূপে দিতে হত তা জোনাল রেলের জিএম/ সচিব/ আরডিএসও-র সচিব/ এনএআইআর-কে দেওয়া যেতে পারে ৷

ট্যুইট করে রেলের তরফে জানানো হয়েছে , চেন্নাই কোচ ফ্যাক্টরি ৪৪ সেমি হাই স্পিড ট্রেন সেটের টেন্ডার জারি করেছে যা ১০ জুলাই ২:১৫ নাগাদ খুলে যাবে ৷

এই প্রোজেক্টের আওতায় হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের মতো তৈরি করা হবে ৷ এর জন্য রেলের তরফে গ্লোবাল টেন্ডার জারি করা হয়েছে ৷ বন্দে ভারত এক্সপ্রেসে ৪টি কামরার একটি সেট এবং ৪টি সেটকে জুড়ে একটি ট্রেন তৈরি করা হয়েছে ৷

দেশজুড়ে আলাদা আলাদা হাই স্পিড ট্রেন চালানোর প্রচেষ্টা চালানো হচ্ছে ৷ এর জন্য একাধিক জায়গায় ট্রায়ালও চলছে ৷ হাই স্পিড ট্রেনের জন্য বিশেষ রেল লাইন তৈরি হচ্ছে ৷ পাশাপাশি 'Make in India' অভিযানের জন্য শীঘ্রই দেশে ট্রেনের নতুন ইঞ্জিন তৈরি করার কথা বলেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল ৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours