লাদাখে ভারত- চিন উত্তেজনার মধ্যেই সেনাবাহিনীর জন্য ভাল খবর৷ এ বছর শীতকালে লাদাখে সেনাবাহিনীকে উইন্টার ডিজেল সরবরাহ করা হবে৷ সমতল থেকে অনেকটা উঁচুতে থাকা লাদাখে শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের অনেকটা নীচে নেমে যায়৷ তখন সাধারণ ডিজেল ঠান্ডায় জমে যায়৷ তাই উইন্টার ডিজেলের জোগান নিশ্চিত হলে সেনাবাহিনীর চিন্তা অনেকটাই কমবে৷শীতকালে লাদাখের বহু বাসিন্দাকেই ডিজেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে ব্যবহার করতে হয় যাতে তা জমে না যায়৷ লাদাখ সীমান্তে চিনের সঙ্গে বিবাদ বাড়ার পরই সেই সমস্যা কাটাতে সেনাকে উইন্টার ডিজেল সরবরাহে উদ্যোগী হয়েছে সরকার৷ এবার থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল নিয়মিত লাদাখে সেনাবাহিনীকে উইন্টার ডিজেল সরবরাহ করবে৷গত বছর নভেম্বর মাসেই লাদাখে উইন্টার গ্রেড ডিজেল বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের খবর অনুযায়ী, ডিরেক্টর জেনারেল অফ কোয়ালিটি অ্যাসিওরেন্স (DGQA)-এর তরফেও সেনাকে উইন্টার ডিজেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে৷বর্তমানে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পার্বত্য এলাকায় ভারতীয় সেনার জন্য এক বিশেষ ধরনের ডিজেল সরবরাহ করে৷ যা -৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জমে না৷ কিন্তু এবার যে উইন্টার ডিজেল সরবরাহ করা হবে, তার মান অনেক ভাল৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours