বিগ বি ও অভিষেক করোনা আক্রান্ত। গত রাতে সেই খবর তাঁরা নিজ twitter tweet করে জানান। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার পর পরিবারের অন্য সদস্যদের নিয়ে চিন্তা বাড়ছিল অনুগামীদের। তবে জয়া, আশ্বর্য এবং আরাধ্যা বচ্চনের প্রথম দফার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর।
এদিকে অমিতাভ বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুগামীদের মধ্যে জোর শোরগোল শুরু হয়ে যায়। বিগ বি এবং অভিষেকের সুস্থতা কামনা করে একের পর এক ট্য়ুইট করতে শুরু করেন ভক্তরা। এরপরই নানাবতী হাসপাতালে বসে ট্যুইট করেন জুনিয়র বচ্চন।
Post A Comment:
0 comments so far,add yours