২০/০৬/২০২০ তারিখ কলকাতার মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতি, সুন্দরবন পুলিশ জেলার সহযোগিতায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার আওতায় নারায়ণতলা ধনেশ্বর উচ্চ বিদ্যালয়ে ১০০০ দরিদ্র আম্ফান আক্রান্তদের জন্য এক দিনের কমিউনিটি কিচেনের আয়োজন করেছে। এছাড়াও মেডিকেল ক্যাম্পের আয়োজন ও শিশুর খাবার, খাতা, কলম বিতরণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ শ্রম বিভাগ অ্যাসোসিয়েশন এর সভাপতি ও এমওএস ড. নির্মল মাঝি, অধ্যাপক (ড.) উদাস ঘোষ, অধ্যাপক (ড.) জ্যোতির্ময় পাল, ডাঃ আলোশিখা বড়ুয়া, ডাঃ পার্থ সারথি মণ্ডল, অন্যান্য বিশিষ্ট চিকিৎসক, সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) শ্রী সন্তোষ কুমার মন্ডল, এসডিপিও কাকদ্বীপ, শ্রী অনিল কুমার রায়, দক্ষিণ ২৪-পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ শ্রী শ্রীমন্ত মালী, সিআই কাকদ্বীপ, শ্রী শুভ্রবত ঘোষ, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধীকারিক শ্রী রাজু বিশ্বাস, এই প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। এমওএস এবং টিম এছাড়াও বকখালীর আম্ফান আক্রান্ত অঞ্চল পরিদর্শন করেছেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার, শ্রী বৈভব তিওয়ারি, আইপিএস এই উদ্যোগগুলির প্রশংসা করেছেন।


20.06.2020   The Medical College Ex Student's Association, Calcutta in association with Sundarban Police District   organised one day's community kitchen for 1000 poor Amphan affected people at Narayanitala Dhaneswar High School under Frezerganj Coastal PS.  Also organised  medical camp and distributed baby food, khata, pen.  Dr Nirmal Majhi,President of the Association & MOS, Labour department,  WB, Prof (Dr) Udas Ghosh,  Prof(Dr) Jyotirmoy Paul, Dr Alosikha Barua, Dr Partha Sarathi Mondal,  other eminent  doctors, Sri Santosh Kr Mondal, Addl. SP,  Zonal SPD , Sri Anil Kr Roy, SDPO Kakdwip , Sri Srimanta Mali,Adhakshya, South 24-Parganas Zila Parishad, Sri Subhabrata Ghosh, CI Kakdwip,  Sri Raju Biswas,  OC, Frezerganj Coastal PS attended this programme.The MOS and team also visited amphan affected area of Bakkhali and talked to local people.  Sri Vaibhav Tiwari, IPS, SP, Sundarban Police District appreciated the initiatives.
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours