মাসকয়েক আগে বিহারের গ্রামের বাড়িতে ফিরেছিলেন সুশান্ত, রইল কিছু অদেখা ছবি
বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণে সকলেই শোকস্তব্ধ। অনেকেই মনে করছেন যে তিনি হয়তো চূড়ান্ত মানসিক অবসাদে ভুগছিলেন। বর্তমানে অভিনেতা মুম্বাইতে ছিলেন কর্মসূত্রে, তবে মাসকয়েক আগে বিহারে গেছিলেন নিজের গ্রামের বাড়িতে এবং আনন্দে মিশে যান সকল সাধারণ মানুষের সাথে।
এমএস ধোনি ছবির তারকা ১৭ বছর পরে বিহারে নিজের গ্রামে ঘুরতে গিয়েছিলেন, ছিচোড়ের শ্যুটিং শেষ হওয়ার পর। অভিনেতা শৈশব ও কৈশোরের বেশিরভাগ সময়টাই দিল্লিতে কাটিয়েছেন তবে তাঁর জন্ম বিহারের পূর্নিয়া জেলার মালদিহাতে। অভিনেতার সাথে তাঁর বাবা কে কে সিং, খুড়তুতো ভাই এবং একাধিক আত্মীয় ছিলেন।
সেখানে পৈতৃক বাড়িতে দু’দিন কাটিয়ে মামার বাড়ি ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। অভিনেতা তার বোর্ড পরীক্ষার ঠিক আগে যখন ১৬ বছর বয়সে মাকে হারিয়েছিলেন।
অভিনেতা খাগরিয়ার দেবী ভগবতীর মন্দিরে তাঁর মুন্ডনও করিয়েছিলেন। স্থানীয়রা তাঁর ভ্রমণ সম্পর্কে অবগত ছিল না এবং জনতা জড়ো হতে শুরু করলে কয়েকটি পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখানে রইল তার ভ্রমণের কিছু ছবি …
Post A Comment:
0 comments so far,add yours