রেল মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, অতিরিক্ত চেয়ার কার ও স্লিপার ক্লাস কামরা যুক্ত করা হচ্ছে সেই সমস্ত রুটে, যেখানে সবথেকে চাহিদা বেশি। আজ, ৬ ডিসেম্বর থেকে অতিরিক্ত কামরা নিয়ে ট্রেন চলবে।


IndiGo-র ফ্লাইট বাতিল হয়েছে? আপনার সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা করল Railways
বাতিল ইন্ডিগোর বিমান। ভোগান্তি যাত্রীদের।


বিগত কয়েকদিনে প্রায় হাজার খানেক বিমান বাতিল করেছে ইন্ডিগো (IndiGo)। এখনও স্বাভাবিক হয়নি ইন্ডিগোর পরিষেবা। প্রায় লক্ষাধিক যাত্রী বিমান বাতিল, দেরিতে চলার জেরে চরম সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে যাত্রীদের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ করল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। বিমানে যাদের যাওয়ার কথা ছিল, তাদের সুবিধার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হল। এছাড়া অতিরিক্ত কামরাও জোড়া হয়েছে একাধিক ট্রেনে।




হঠাৎ বিমান বাতিল হওয়ায়, বিকল্প যাতায়াতের অপশনের ব্যবস্থা করেছে ভারতীয় রেলওয়ে। চারটি স্পেশাল ট্রেন চালানো হবে। বহু ট্রেনে যুক্ত করা হচ্ছে অতিরিক্ত কোচ। রেলওয়ের তরফে জানানো হয়েছে, ৩৭টি প্রিমিয়াম ট্রেনে অতিরিক্ত ১১৬টি কামরা যুক্ত করা হয়েছে। এর মধ্য়ে দক্ষিণ রেলওয়েতে (Southern Railway) সবথেকে বেশি যাত্রী বহনের জন্য অতিরিক্ত কামরা জোড়া হয়েছে। ১৮টি ট্রেনে অতিরিক্ত কামরা যুক্ত করা হবে।

রেল মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, অতিরিক্ত চেয়ার কার ও স্লিপার ক্লাস কামরা যুক্ত করা হচ্ছে সেই সমস্ত রুটে, যেখানে সবথেকে চাহিদা বেশি। আজ, ৬ ডিসেম্বর থেকে অতিরিক্ত কামরা নিয়ে ট্রেন চলবে। উত্তর রেলওয়েতে আটটি ট্রেনে অতিরিক্ত কামরা যুক্ত করা হবে।

দিল্লিগামী একাধিক ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বিহার-দিল্লি রুটের ট্রেনগুলিতেও অতিরিক্ত কামরা যুক্ত করা হয়েছে। এছাড়া ভুবনেশ্বর-নয়া দিল্লির রুটেও বেশ কয়েকটি ট্রেনে অতিরিক্ত কামরা যুক্ত করা হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours