বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা দলপতি পরিবার।

দক্ষিণ ২৪ পরগণার নামখানা ব্লকের শিবনগর আবাদ এলাকায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে আস্ত একটি বসত বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। শনিবার সন্ধ্যা ৬:৩০ নাগাদ স্থানীয় বাসিন্দা বিনয় দলপতির বাড়িতে আচমকা এই আগুন লাগে। ঘটনার সময় বাড়ির সদস্যরা কেউই উপস্থিত ছিলেন না।
প্রতিবেশীরাই প্রথমে ওই বাড়িতে আগুন জ্বলতে দেখে নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নামখানা থানার পুলিশ প্রশাসন। পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যে পুরো বসত বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসতে অনেকটা দেরি করায় আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

ঘরের ভেতর থাকা সমস্ত আসবাবপত্র, মূল্যবান নথি, নগদ টাকা ও সোনার গহনাও আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। এই ভয়াবহ ঘটনায় ছয় সদস্যের দলপতি পরিবার তাঁদের মাথার একমাত্র ছাদটি হারিয়ে এখন দিশেহারা। সর্বস্ব হারিয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তবে ঠিক কি কারণে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়। তদন্তে পুলিশ এবং দমকল বিভাগ।  

স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours