আজকে কোনও কোনও বিষয়ে আপনাকে থাকতে হবে, সেটাও জানা যাবে জ্যোতিষশাস্ত্রে। আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেওয়া যাক আজকের মেষ রাশিফল। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ও আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে।
ছুটির দিন শান্তিতে কাটবে তো? জেনে নিন রবিবারের রাশিফল
আকাশ মিশ্র

মেষ রাশি -আজ আপনি পরিবর্তিত পরিবেশে আরও ভাল প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবেন। ইতিবাচক সংস্কার ত্বরান্বিত হবে। আপনি পুরনো ব্যবস্থা এবং জিনিসগুলি থেকে বেরিয়ে আসবেন। সৃজনশীল প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাবেন। আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করবেন।

বৃষ রাশি – দূরদেশ থেকে নতুন কোনও খবর পেতে পারেন। অনেক দিন ধরে আটকে থাকা কোনও কাজ, চটজলদি শেষ হতে পারে। তবে রাস্তায় চলাফেরা করার সময় একটু সাবধান। সন্তানদের পড়াশুনোর দিকে একটু নজর দিন।

বাড়বে আপনার EPF-এর সুদ, আগের থেকে কত বাড়তি টাকা হাতে পাবেন জানেন?
মিথুন রাশি – শরীর স্বাস্থ্য মোটের উপর দিয়ে ভালই যাবে। বাড়িতে আত্মীয় সমাগাম হওয়ার সম্ভাবনা। টুক কাছে পিঠে ঘোরার সুযোগও আসতে পারে। মোটের উপর দিনটা ভালই কাটবে।

কর্কট রাশি – বহুদিন পরে কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সেই বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। তবে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন। ঠান্ডা লেগে, জ্বর হওয়ার সম্ভাবনা। একটু সাবধানে থাকুন। নিবার

সিংহ রাশি – আপনার রাশিতে লক্ষ্মীর যোগ। লটারি বা স্পেকুলেশনে হুট করে অনেকটা টাকা পেতে পারেন। টাকা সঞ্চয়ের দিকে মন দিন। প্রেম-প্রীতি বিবাহেরও যোগ রয়েছে।

কন্যা রাশি – পরিস্থিতি বুদ্ধি ও সতর্কতার সঙ্গে সামলাতে চেষ্টা করুন। যোগ্যতা ও দক্ষতা দিয়ে ক্যারিয়ারকে গড়ে তুলতে সফল হবেন। কঠোর পরিশ্রমে কাজের গতি বাড়াবেন। পেশাগত সুযোগের সদ্ব্যবহার করবেন। পরিস্থিতি মিশ্র থাকবে। ব্যবসায় ভারসাম্য বজায় রাখুন। বন্ধু ও সহকর্মীদের সমর্থন থাকবে।

তুলা রাশি – আবেগকে সঙ্গে নিয়ে মানুষের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করবেন। অন্যের গোপনীয়তা ও ব্যক্তিত্বের প্রতি সম্মান রাখুন। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিন। কেরিয়ার ও ব্যবসার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকবে। ঊর্ধ্বতনদের সহযোগিতা পাবেন। পরিস্থিতি নিয়ন্ত্রিত ও ভারসাম্যপূর্ণ থাকবে।

বৃশ্চিক রাশি – তরুণদের পারফরম্যান্স প্রত্যাশার চেয়ে ভালো হবে। বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক ভ্রমণ হতে পারে। লক্ষ্যের দিকে দ্রুত এগোনোর চেষ্টা করবেন। প্রস্তুতি ও বুদ্ধি দিয়ে কাঙ্ক্ষিত ফল পাবেন। সহকর্মীরা প্রভাবিত হবে। ঊর্ধ্বতনদের সমর্থন থাকবে। ভুল এড়াতে সচেষ্ট থাকুন। শিখন ও পরামর্শে সতর্কতা বাড়বে।

ধনু রাশি – আজ সবাইয়ের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করবেন এবং ঐক্যের সঙ্গে লক্ষ্যের দিকে এগোবেন। সঠিক পথ বেছে নিতে সাহায্য পাবেন। কাছের আত্মীয়দের সমর্থন থাকবে। সুযোগ কাজে লাগাবেন। আত্মীয়স্বজনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে।

মকর রাশি – কর্মক্ষেত্রে দুম করে কোনও সিদ্ধান্ত নেবেন না। বরং ভাবনা চিন্তা করে পা ফেলুন। নিজের মনের কথা শুনুন। সংসারের নতুন সদস্য আসার সুখবর পেতে পারেন। অর্থব্যয় থেকে বিরত থাকুন।

কুম্ভ রাশি – সময়টা আপনার হাতের মুঠোয়। দুম করেই দিন বদল হবে আপনার। হঠাৎ করেই পাবেন সুখবর। কর্মক্ষেত্রে প্রশংসিত হবে আপনার কাজ। সব মিলিয়ে দিনটা ভালই যাবে।

মীন রাশি – নিজের আবেগকে সামলে রাখুন। নাহলে বিপদে পড়তে পারেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন। কম কথা বলুন। দিনটির শুরুটা খারাপ হলেও, দিনের শেষে সুখবর পাবেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours