বিজেপি মনে করিয়ে দিচ্ছে, ৮৫ শতাংশ ফর্ম ডিজিটাইজড করে ফেলেছেন বিএলও-রা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফর্ম আপলোড সবথেকে বেশি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "ফুল বেঞ্চ স্পষ্ট ভাষায় তৃণমূলকে বলে দিয়েছে যে নির্বাচনের পবিত্রতা রক্ষা করুন। তৃণমূলকে লাইনে আসতে বলেছে।"
ভারতীয়রাই ভোট দেবে, অনুপ্রবেশকারীরা নয়', তৃণমূলকে আইন বোঝাল কমিশন
কমিশনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল
এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে শিরোনামে বাংলা। একদিকে, একাধিক ব্লক লেভেল অফিসারের মৃত্য়ুর খবর সামনে এসেছে, অন্যদিকে, ডিজিটাইজেশনের ক্ষেত্রেও বাকি রাজ্যের তুলনায় এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের শাসক দল পথে নেমে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে শুরু থেকেই। আর শুক্রবার একেবারে নির্বাচন কমিশনের দফতরে হাজির হন তৃণমূলের ১০ প্রতিনিধি। সূত্রের খবর, রাজ্যের শাসক দলের প্রতিনিধিদের কার্যত আইন বুঝিয়ে দিয়েছে কমিশন।
রাজনৈতিক বক্তব্য থাকতেই পারে, কিন্তু এসআইআর নিয়ে যাতে কোনও ভুল প্রচার না করা হয়, বিএলও-দের কোনও হুমকি না দেওয়া হয়, সেই বিষয়টাও বুঝিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রতিনিধি দলকে কমিশন বলেছে, “শুধুমাত্র ভারতীয়রাই ভোট দেবে, অনুপ্রবেশকারীরা নয়।” নির্বাচন আইন মেনে পুরো প্রক্রিয়া হয়, সেই আইন মেনেই যাতে সবটা হয়, সেটাই মনে করিয়ে দিয়েছে কমিশন।
কমিশন এমন বার্তা দেওয়ার পর তৃণমূল বলছে, আদতে বিএলও-দের হুমকি দিচ্ছে বিজেপিই। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “আমার প্রশ্ন হল, এটা কি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলা হয়েছে? গুজরাটেও তো বিএলও আত্মহত্যা করেছে। আর শুভেন্দু অধিকারীই তো বিএলও-দের জেলে ঢোকানোর হুমকি দিয়েছেন। ওর বিরুদ্ধে কেন কমিশন এফআইআর করল না?”
এদিকে, বিজেপি মনে করিয়ে দিচ্ছে, ৮৫ শতাংশ ফর্ম ডিজিটাইজড করে ফেলেছেন বিএলও-রা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফর্ম আপলোড সবথেকে বেশি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “ফুল বেঞ্চ স্পষ্ট ভাষায় তৃণমূলকে বলে দিয়েছে যে নির্বাচনের পবিত্রতা রক্ষা করুন। তৃণমূলকে লাইনে আসতে বলেছে।”
এদিকে, বাংলার এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে আসছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। জেলায় জেলায় SIR প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখবেন তিনি। তবে তিনি একা নন। মোট ১২ জন আইএএস পদমর্যাদা সম্পন্ন আধিকারিকদের নিযুক্ত করা হয়েছে এই কাজে। এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখে রিপোর্ট পাঠানো হবে বিশেষ পর্যবেক্ষককে।


Post A Comment:
0 comments so far,add yours