এদিকে, মঙ্গলবার একদিকে যখন মিরিক পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায়কেন এখনও কাউকে গ্রেফতার করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু।
খগেন মুর্মুকে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল, বাতিল কর্মসূচি
রাজ্যপাল
উত্তরবঙ্গে সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে যান তিনি। সোমবারের হামলায় আক্রান্ত হওয়ার পর শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই গিয়েছিলেন রাজ্যপাল। তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে সূত্রের খবর।
এদিন ময়নাগুড়িতে বৃষ্টি-বিপর্যস্ত অঞ্চল পরিদর্শন করার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলার কথা ছিল রাজ্যপালের। আচমকাই সেই কর্মসূচি বাতিল করেছেন রাজ্যপাল। তবে ঠিক কী হয়েছে তাঁর, তা জানা যায়নি।
গত এপ্রিল মাসে হার্টে ব্লকেজ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজ্যপালকে। প্রায় ২৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে মে মাসে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাজভবনে ফেরেন তিনি। প্রথমে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে, পরে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। সেখানেই চলে দীর্ঘ চিকিৎসা।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁর চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে। তাঁকে চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে বলেও জানা গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। ইতিমধ্যে এই ঘটনায় রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
আজ, মঙ্গলবার একদিকে যখন মিরিক পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায়কেন এখনও কাউকে গ্রেফতার করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন তিনি।
বিজেপি সূত্রে খবর, মঙ্গলবারের ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তাদের মধ্য়ে কাউকেই পাকড়াও করতে পারেনি পুলিশ। তৃণমূলের দাবি, তদন্ত চলছে, গ্রেফতার করতে কিছুটা সময় লাগবে।


Post A Comment:
0 comments so far,add yours