সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ, রুদ্রনগরে প্রতিবাদ মিছিল বিজেপির 



বন্যা কবলিত উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হওয়ার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদে নামল বিজেপি। মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগরে একটি প্রতিবাদ মিছিল করে গেরুয়া শিবির।

সোমবার উত্তরবঙ্গের নাগরাকাটার বামনডাঙা চা বাগানে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে জনবিক্ষোভের মুখে পড়েন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, তাঁদের লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয়। ইটের আঘাতে সাংসদ খগেন মুর্মুর মাথা ফেটে যায় এবং তাঁর চোখের নীচের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার প্রতিবাদেই রাজ্যজুড়ে রাস্তায় নামে বিজেপি। রুদ্রনগরের প্রতিবাদ মিছিলে বিজেপি নেতৃত্বরা অভিযোগ করেন, এটি কোনো সাধারণ বিক্ষোভ নয়, বরং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে বিজেপি সাংসদকে আক্রান্ত করেছে। বিজেপি নেতাদের দাবি, ত্রাণ বিতরণের কাজে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে। সাংসদের উপর এই "প্রাণঘাতী" হামলার তীব্র নিন্দা করে তাঁরা দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours