উল্লেখ্য, ননিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে। মিরিকে যেন মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত প্রায় ১৭ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসছে। এর মধ্যে মিরিকের অবস্থা সব থেকে বেশি ভয়াবহ। ভেঙেছে বাড়ি, ভেঙেছে রাস্তা, ভেঙেছে সেতু। বন্ধ ঋষিখোলা, পেডংয়ের অনেক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এত বৃষ্টির মধ্যেও পাহাড়ে কোন-কোন রাস্তা খোলা আর কোন রাস্তা বন্ধ জানুন
কোন রাস্তা খোলা কোন রাস্তা বন্ধ?
উত্তরবঙ্গের পরিস্থিতি এখন সকলের জানা। ভয়াবহ অবস্থা সেখানে। যে সকল পর্যটকরা ঘুরতে গিয়েছেন, তাঁরা কার্যত আটকে পড়েছেন সেখানে। ভেঙে গিয়েছে রাস্তা। সেফ হাউসে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অনেককে। ইতিমধ্যেই অনেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য রওনা হয়েছেন। কেউ কেউ আবার মাঝ রাস্তায় রয়েছেন। কেউ হয়ত ফিরে আসার চেষ্টা করছেন। এক নজরে পড়ে নিন কোন রাস্তা বন্ধ আর কোন রাস্তা খোলা ?
দুধিয়া ব্রিজ ভাঙায় বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ।
নল-পটং-লোহাগড় হয়ে মিরিক-সৌরেণীর পর্যটকদের শিলিগুড়িতে পাঠানো হচ্ছে
ধস নামায় শিলিগুড়ি-দার্জিলিং রোহিণী রোড বন্ধ
হিলকার্ট রোডের ধস সরানোর কাজ চলছে জোরকদমে।
পাঙ্খাবাড়ি রোড এখনও পর্যন্ত খোলা
দার্জিলিং থেকে মংপু হয়ে শিলিগুড়ির রাস্তা খোলা
ধস আর তিস্তার জলে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
আপাতত বন্ধ শিলিগুড়ি থেকে সিকিম-কালিম্পং সরাসরি যোগাযোগ
দার্জিলিং-কালিম্পং সরাসরি যোগাযোগও এখন বন্ধ
ধস সরিয়ে গরুবাথান-লাভা রোড এখন খোলা
খোলা রয়েছে শিলিগুড়ি-কালিম্পং পানবু রোড
ಜಾಹೀರಾತು
কোথায় কত বৃষ্টি হয়েছে?
ডায়ানা, জলপাইগুড়ি ৩৪৪ মিমি
বানারহাট, জলপাইগুড়ি ৩১০ মিমি
গজলডোবা, জলপাইগুড়ি ৩০২ মিমি
মেখলিগঞ্জ, কোচবিহার ২৬৪ মিমি
দার্জিলিং ২৬১ মিমি
নেওড়া, জলপাইগুড়ি ২৪৫ মিমি
লাভা, কালিম্পং ২০২ মিমি
বিজনবাড়ি, দার্জিলিং ১৫৪ মিমি
উল্লেখ্য, ননিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে। মিরিকে যেন মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত প্রায় ১৭ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসছে। এর মধ্যে মিরিকের অবস্থা সব থেকে বেশি ভয়াবহ। ভেঙেছে বাড়ি, ভেঙেছে রাস্তা, ভেঙেছে সেতু। বন্ধ ঋষিখোলা, পেডংয়ের অনেক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি হয়েছে। কিছু জায়গায় একদিনে ২০০ মিমি-র বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে।


Post A Comment:
0 comments so far,add yours