ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী- মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আর দক্ষিণবঙ্গে ডিভিসি জল ছেড়েছে গাদাগাদা। দক্ষিণবঙ্গের ঘাটাল ভাসছে। ঘাটাল নিচু জমি। সেই কারণে জল জমছে। ডিভিসি জল ছাড়লেই জমে যায়। তারপর গঙ্গা ভর্তি। সামনেই জোয়ার আছে। গঙ্গা যদি ভর্তি থাকে জল বেরবে কোথা দিয়ে? সারা পৃথিবীতে বিপর্যয় চলছে। দীর্ঘদিন প্রকৃতিকে অবহেলা করার জন্য হচ্ছে।"
পর্যটকরা যেখানে আছে থাকবেন, অতিরিক্ত ভাড়া দিতে হবে না, হোটেল মালিকরা যেন চাপ না দেন: মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ। মিরিকে মৃত্যু একাধিক ব্যক্তির। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিস্থিতির উপর রবিবার সকাল থেকেই নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা রবিবার টিভি ৯ বাংলাকে ফোনে জানিয়েছেন তিনি। আগামিকাল অর্থাৎ সোমবারই শিলিগুড়ি যাবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই পাঁচ জেলাশাসককে নিয়ে বৈঠকে করেছেন মমতা। পর্যটকদের জন্যও বিশেষ বার্তা দিয়েছেন তিনি। এ দিন টিভি ৯ বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কী কী জানিয়েছেন? সবটা এক নজরে।
পরিস্থিতির নজর রাখছেন মুখ্যমন্ত্রী- মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তরবঙ্গে ধস হয়েছে। বৃষ্টিতে ভূটান-সিকিম ভেসে গেছে। মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। পাঁচটা জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছি। আমি সকাল ছটা থেকে মনিটর করছি। ক্রমাগত ১২ ঘণ্টা বৃষ্টি হয়েছে।”
পর্যটকদের উদ্দেশ্যে বার্তা মমতার- মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মিরিক হল ছোট পাহাড়। মিরিক-দার্জিলিং-কালিম্পং ঘিরে সাতটা ধস নেমেছে। একটা ব্রিজ ভেঙেছে। কালিম্পংয়ের রাস্তা বন্ধ আছে। অনেক পর্যটক আটকে আছেন। আমি বলেছি, পর্যটকরা যে যেখানে আছেন থাকবেন। তাঁদের যেন অতিরিক্ত হোটেল ভাড়া দিতে না হয়। হোটেল মালিকরা যাতে চাপ না দেয় সেটা সরকার দেখবে। কিন্তু তাঁদের আমরা সেফলি নিয়ে আসব। পর্যটকরা যেন তাড়াহুড়ো না করেন। মিরিকেই মূল ঘটনা ঘটেছে। আলিপুরদুয়ারকে অ্যালার্ট করা হয়েছে। অনেক জল জমে গেছে। বাইরে থেকে জল এসেছে।”
ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী- মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আর দক্ষিণবঙ্গে ডিভিসি জল ছেড়েছে গাদাগাদা। দক্ষিণবঙ্গের ঘাটাল ভাসছে। ঘাটাল নিচু জমি। সেই কারণে জল জমছে। ডিভিসি জল ছাড়লেই জমে যায়। তারপর গঙ্গা ভর্তি। সামনেই জোয়ার আছে। গঙ্গা যদি ভর্তি থাকে জল বেরবে কোথা দিয়ে? সারা পৃথিবীতে বিপর্যয় চলছে। দীর্ঘদিন প্রকৃতিকে অবহেলা করার জন্য হচ্ছে।”
মিরিকে রয়েছে নতুন পাহাড়- মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দার্জিলিং-কালিম্পংয়ের পাহাড় শক্ত তাও ঠিক আছে। মিরিকে নতুন পাহাড়। সেখানেই খালি খোদাই করে বাড়ি হচ্ছে।”
স্বজন হারাদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের– মুখ্যমন্ত্রী বলেন, “আমি শিলিগুড়ি যাব। কালই যাব। সেফ হাইসে অনেক মানুষকে পাঠানো হয়েছে। যাঁদের বাড়ি ভেঙে গেছে তাঁরা যাতে বাড়ি পায় সেটা দেখব। আর যাঁরা স্বজন হারিয়েছেন তাঁদের পরিবার যাতে চাকরি পায় আমরা দেখে দেব।“


Post A Comment:
0 comments so far,add yours