মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেয়র, মুখ্য সচিব এবং পুলিশ কর্তাদের সঙ্গে একটানা যোগাযোগ রেখে চলেছেন তিনি। সোমবার রাতের বৃষ্টিটা একেবারেই অস্বাভাবিক বলে দাবি করেছেন তিনি। মমতার দাবি, ২-৩দিন ধরেই এ ব্যাপারে সতর্ক করেছিলেন তিনি।


অনেকবার বলেছি, কলকাতায় ওয়্য়ারগুলো ঠিক করতে...', ৮ মৃত্যুর জন্য CESC-কেই দায়ী করলেন মমতা

জলমগ্ন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই স্কুল ও কলেজের ছুটি ঘোষণা করেছেন। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকে বাড়ি থেকে কাজ করানোর পরামর্শ দিয়েছেন তিনি। কলকাতায় বিদ্য়ুৎস্পষ্ট হয়ে যে আটজনের মৃত্যু হয়েছে, তার জন্য সিইএসসি-কেই দায়ী করেছেন মমতা। তাঁরা দাবি, অনেকবার বলা সত্ত্বেও বিদ্যুতের তারগুলি ঠিক করা হয়নি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেয়র, মুখ্য সচিব এবং পুলিশ কর্তাদের সঙ্গে একটানা যোগাযোগ রেখে চলেছেন তিনি। সোমবার রাতের বৃষ্টিটা একেবারেই অস্বাভাবিক বলে দাবি করেছেন তিনি। মমতার দাবি, ২-৩দিন ধরেই এ ব্যাপারে সতর্ক করেছিলেন তিনি। মেঘভাঙা বৃষ্টিতে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। স্কুল ছুটি দেওয়ার পাশাপাশি অফিসেও কর্মীদের প্রয়োজন ছাড়া না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, ‘শুধু মঙ্গলবার নয়, বুধবারও অফিস না যাওয়াই ভাল।’



আজ থেকেই পুজোর ছুটি, ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সিইএসসি-কে অনেকবার বলেছি, কলকাতায় ওয়্য়ারগুলো ঠিক করতে। শুনেছি ৭–৮ জন মারা গিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এই পরিবারগুলোকে সিইএসসি-কে সাহায্য় করতে হবে। তাঁদের একটা করে চাকরি দিতে হবে, আমি স্পষ্ট জানাচ্ছি।” তাঁর স্পষ্ট বক্তব্য, বিদ্যুৎ সিইএসসি দেয়, সরকার নয়। তাই, মানুষের যেন কষ্ট না হয়, সেই ব্যবস্থা করা তাদেরই কর্তব্য। দ্রুত যাতে আধুনিকীকরণ করার কাজ শুরু হয়, সেই বার্তাও দিয়েছেন মমতা।

মুখ্যমন্ত্রী আরও ব্যাখ্যা করেছেন যে ফরাক্কায় সঠিকভাবে ড্রেজিং হয় না বলে বিহার-উত্তরপ্রদেশ থেকে আসা জলে চারপাশ ভরে যাচ্ছে। উল্লেখ্য, এদিন আগাম ছুটির কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours