গঙ্গাসাগর গোবিন্দপুর লিটিল স্টার সংঘের দুর্গোৎসব, খবরের কাগজ দিয়ে প্রতিমা, মণ্ডপে গঙ্গাসাগর সেতুর প্রতিচ্ছবি।



দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর গোবিন্দপুর লিটিল স্টার সংঘ এই বছর তাদের দুর্গোৎসবের দশম বছরে পদার্পণ করল। এ উপলক্ষে তারা অভিনব প্রতিমা এবং মণ্ডপ সজ্জার মাধ্যমে দর্শনার্থীদের জন্য এক বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
এই বছরের প্রতিমা সম্পূর্ণভাবে পুরোনো খবরের কাগজ দিয়ে তৈরি করা হয়েছে, যা পরিবেশবান্ধবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মণ্ডপের সামনে ফুটিয়ে তোলা হয়েছে আসন্ন গঙ্গাসাগর সেতুর একটি মডেল, যা এই অঞ্চলের মানুষের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এই থিমের মাধ্যমে পূজো উদ্যোক্তারা স্থানীয় সংস্কৃতি এবং উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার তুলে ধরেছেন।

আজ, নামখানা থেকে নৌকাযোগে প্রতিমা গোবিন্দপুর ঘাটে নিয়ে আসা হয়। সেখানে গ্রামের মহিলারা ঐতিহ্যবাহী শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে বরণ করে নেন। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা পূজামণ্ডপে স্থাপন করা হয়। এই শোভাযাত্রায় গ্রামের সকল বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে।
পূজা কমিটির সদস্যরা আশা করছেন, খবরের কাগজের প্রতিমা এবং গঙ্গাসাগর সেতুর থিম দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে। পূজো মণ্ডপ ইতিমধ্যেই স্থানীয়দের নজর কেড়েছে এবং আগামী দিনে দর্শনার্থীদের ঢল নামবে বলে মনে করা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours