ইডিকে দেওয়া বয়ানে মন্ত্রী দাবি করেন, তাঁর সব আয়ের সূত্রই কৃষিকাজ করে। তাঁর এই বয়ান মিলিয়ে তথ্য সংগ্রহ করতে কৃষি অধিকর্তা দফতরে পৌঁছন ইডি আধিকারিকরা। মন্ত্রীর বয়ানের সঙ্গে বাস্তবের কতটা মিল, তা যাচাই করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আগামিকাল কারামন্ত্রীকে 'বাঘবন্দি' করতে আদাজল খেয়ে মাঠে ইডি আধিকারিকরা
মুরারইয়ে কৃষি বিভাগের সহ-অধিকর্তার দফতরে ইডি আধিকারিকরা
সুজয় পাল

তাঁর বিরুদ্ধে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে তাঁর আয়ের উৎস নিয়ে। সেখানে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা দাবি করেছেন, তাঁর আয়ের উৎস কৃষিকাজ। মন্ত্রীর এই বয়ান খতিয়ে খতিয়ে শুক্রবার বীরভূমের পাইকরে কৃষি বিভাগের সহ-অধিকর্তার দফতরে পৌঁছে গেল ইডি।



ইডি সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে চাকরিপ্রার্থীদের তালিকা উদ্ধার হয়। ১০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ইডির জেরায় কুন্তল দাবি করেন, ওই তালিকা পাঠিয়েছিলেন চন্দ্রনাথ। রাজ্যের কারামন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা পড়ে।

ইডিকে দেওয়া বয়ানে মন্ত্রী দাবি করেন, তাঁর সব আয়ের সূত্রই কৃষিকাজ করে। তাঁর এই বয়ান মিলিয়ে তথ্য সংগ্রহ করতে কৃষি অধিকর্তা দফতরে পৌঁছন ইডি আধিকারিকরা। মন্ত্রীর বয়ানের সঙ্গে বাস্তবের কতটা মিল, তা যাচাই করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর ইডি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চন্দ্রনাথ। তাঁর জামিন বহাল থাকবে কি না, তা নিয়ে আগামিকাল শুনানি। তার আগে এদিন মুরারইয়ে ইডি আধিকারিকদের অভিযান যথেষ্ট গুরুত্নপূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours