'কাল সকালে আমার এক্স হ্যান্ডেলে দেখবেন...', কীসের ইঙ্গিত শুভেন্দুর

শুভেন্দু অধিকারী বলেন, "এখন বিজেপিকে ছেড়ে নির্বাচন কমিশনকে ধরেছে। এরপর বলবে সংবিধানটাই খারাপ।"


নির্বাচনের আগে রাজ্যে বঙ্গ বিজেপি নেতৃত্ব ছাড়া জাতীয় নেতারাও আসবেন। বৃহস্পতিবার এক সভা থেকে এ কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিজেপি নেতৃত্ব যে সংকল্প পত্র দেবে, তা ৬ মাসের মধ্যে পূরণ করা হবে। অন্য রাজ্যেও বিজেপি সংকল্প পূরণ করেছে বলে মন্তব্য করেন তিনি।


শুভেন্দু উল্লেখ করেন, ‘সরকার চালাচ্ছে আইপ্যাক।’ এরপরই তিনি ইঙ্গিত দেন যে এক্স মাধ্যমে কিছু পোস্ট করতে চলেছেন তিনি। বিরোধী দলনেতা বলেন, “কাল সকালে আমার এক্স হ্যান্ডেলে পোস্ট দেখে নেবেন।” কী পোস্ট, সেই বিষয়ে অবশ্য কিছু বলেননি তিনি।




এদিন রোহিঙ্গাদের বিরোধিতায় নতুন কর্মসূচির কথা বলেছেন শুভেন্দু। তিনি আরও বলেন, “আমি লক্ষণ শেঠকে ক্যালেন্ডার করে দেওয়া লোক। গুনে গুনে জেলে ঢোকাবো। রোহিঙ্গাদের কোনও জায়গা নেই। কোচবিহারে যারা যার হামলা করেছে গুনে গুণে হিসেব নেবো। ওই বোতলে জল ছিলো না , ছিল পেট্রোল। তিন মিনিটেই দেশলাই দিয়ে জ্বলে যেত।”

সম্প্রতি কোচবিহারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শুভেন্দু অধিকারীকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours