হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তায় বর্ম পরে দাঁড়িয়ে পুলিশ, শুরু ‘কালীঘাট চলো’ অভিযানের জমায়েত

হাজরা থেকে যে রাস্তা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে গিয়েছে সেখানে সাদা-পুলিশে ছয়লাপ। বর্ম পরে রয়েছেন পুলিশ আধিকারিকরা। কার্যত পুলিশের ত্রিস্তরীয় নিরপত্তা রয়েছে হাজরা পার্কের কাছে।


হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তায় বর্ম পরে দাঁড়িয়ে পুলিশ, শুরু 'কালীঘাট চলো' অভিযানের জমায়েত
তৈরি পুলিশ


কৌস্তভ গঙ্গোপাধ্যায় ও সুজয় পালের রিপোর্ট


কলকাতা: একদিকে নবান্ন অভিযান চলছে। অন্যদিকে তিলোত্তমা মঞ্চের ডাকে চলছে ‘কালীঘাট চলো’ অভিযান। ইতিমধ্যেই জমায়েত করতে শুরু করেছেন আন্দোলনকারীরা। তবে তৈরি রয়েছে পুলিশও। তিনটি ব্যারিকেড তৈরি করা হয়েছে। সামনে রয়েছেন মহিলা পুলিশ। প্রস্তুত রয়েছে র‌্যাফ ও জলকামান।





হাজরা থেকে যে রাস্তা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে গিয়েছে সেখানে সাদা-পুলিশে ছয়লাপ। বর্ম পরে রয়েছেন পুলিশ আধিকারিকরা। কার্যত পুলিশের ত্রিস্তরীয় নিরপত্তা রয়েছে হাজরা পার্কের কাছে। উল্লেখ্য, আজ তিলোত্তমার মা-বাবা ডাক দেন নবান্ন অভিযানের। প্রচুর মানুষ হাজির হন সেখানে। পাশাপাশি ‘কালীঘাট চলো’ অভিযানেরও ডাক দেওয়া হয়। এ দিন নবান্ন অভিযানে অসুস্থ হয়ে পড়েন তিলোত্তমার মা। তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। শ্বাসকষ্ট-বমি-বমি ভাব রয়েছে তাঁর। তিলোত্তমার মায়ের অভিযোগ, পুলিশ তাঁকে মেরেছে। তাঁর শাঁখা ভেঙে দিয়েছে। যদিও পুলিশ সবটাই অস্বীকার করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours