অপারেশন চলাকালীনই এমন কাণ্ড, তাও আবার রোগীর বেডের একদম পাশে গিয়ে আছড়ে পড়ে কুকুর! বাধ্য হয়ে সঙ্গে সঙ্গে অপারেশন থামিয়ে দেন চিকিৎসকরা।


OT-র ছাদ ভেঙে নার্সের ঘাড়ে পড়ল কুকুর, অপারেশন টেবিলে থাকা রোগীর আত্মারাম খাঁচাছাড়া!
সিলিং ভেঙে অপারেশন থিয়েটারে পড়ল কুকুর।

বিজ্ঞাপনে বা সিনেমায় দেখা যায় ছাদ ফুঁড়ে নেমে আসছেন হিরো। বাস্তবেও যে তা হতে পারে, কল্পনা করেনি কেউ। তবে একটু ফারাক রয়েছে। এখানে ছাদ ফুঁড়ে হিরো আসেনি, এসেছে কুকুর! সত্যি সত্যিই হাসপাতালের অপারেশন থিয়েটারের ছাদ ফুঁড়ে পড়ল কুকুর। তাও আবার একদম অপারেশন টেবিলের পাশেই।


ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদ রেলওয়ে হাসপাতালে। চলতি সপ্তাহের গত মঙ্গলবার সকাল ১১টা নাগাদ অর্থোপেডিক বিভাগের এক রোগীর অস্ত্রোপচার চলছিল। হঠাতই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অপারেশন থিয়েটারের ফলস সিলিং। এক নার্সের ঘাড়ের উপরে পড়ে একটি পথ কুকুর। ওই নার্সের ঘাড়ে চোট লাগে।




অপারেশন চলাকালীনই এমন কাণ্ড, তাও আবার রোগীর বেডের একদম পাশে গিয়ে আছড়ে পড়ে কুকুর! বাধ্য হয়ে সঙ্গে সঙ্গে অপারেশন থামিয়ে দেন চিকিৎসকরা। তবে এভাবে তো অপারেশন থামানো যায় না। পাশের অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অস্ত্রোপচার শেষ করা হয়। নার্সেরও চিকিৎসা করানো হয়।

জানা গিয়েছে, বৃষ্টি থেকে বাঁচতে কুকুরটি ভেন্টিলেটরের ভেন্টে ঢুকে গিয়েছিল। খাবার খুঁজতে খুঁজতে কুকুরটি সিলিংয়ে উঠে যায়। ফলস সিলিংয়ের উপর দিয়ে ঘুরছিল কুকুরটি। তার ওজন রাখতে না পেরেই ফলস সিলিং ভেঙে পড়ে যায় কুকুরটি।

হাসপাতালের ইঞ্জিনিয়ারিং টিম গিয়ে দেখে, অপারেশন থিয়েটারের দেওয়ালের ঠিক পাশেই একটি ভেন্ট রয়েছে। ভিতর থেকে আরও কুকুরের আওয়াজ আসছে। মনে করা হচ্ছে, ভিতরে হয়তো কুকুরের বাচ্চাও রয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours