২০২৫-এর একটি প্রশ্নপত্র নিয়ে শোরগোল শুরু হয়েছে বাংলার শিক্ষা মহলে। বিপ্লবীদের কেন সন্ত্রাসবাদী বলা হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এই ভুল এবারই প্রথম নয়!


বারবার একই ভুল! 

 হাতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের প্রশ্নপত্র

শুধু এ বছরই নয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে আগও বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেওয়া হয়েছিল। ২০২৩ সালের সেই প্রশ্নপত্র এসেছে 

 বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের সাফাই সেই সময় বিষয়টি নজরে আসেনি। সম্প্রতি ইতিহাসের ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করার যে বিষয়টি সামনে এসেছে, তাকে ‘অসাবধানতা’, ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে ইতিমধ্যেই সাফাই দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কীভাবে বারবার ঘটছে একই ভুল


২০২৩-এর ইতিহাসের যে প্রশ্নপত্র সামনে এসেছে, সেখানেও রয়েছে একই প্রশ্ন- “মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?” সেই প্রশ্নপত্রে একই ঘটনা প্রকাশ্যে আসার পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জয়ন্ত কিশোর নন্দীর সাফাই,’২০২৩ সালে বিষয়ে একটু নজরে আসলে ২০২৫-এ এমন ঘটনা ঘটত না।’





এই ঘটনা নিয়ে সরব এসএফআই। তাদের দাবি, এমন ভুল করা হয়েছে সচেতনভাবেই। ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা বলেও দাবি এসএফআই-এর। ঘটনার কথা স্বীকার করে নিয়ে ২০২৩ সালের প্রশ্নপত্রের সেই ভুলের নিন্দা করেছে তৃণমূল ছাত্র পরিষদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরাও। টিএমসিপি সদস্য সুকৃতী হাজরা বলেন, “বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলাটা আমরা কোনওভাবেই মেনে নিতে পারি না।” সংশ্লিষ্ট কর্মীরা বাম আমল থেকে কর্মরত, সে কথাও মনে করিয়ে দিয়েছেন ওই টিএমসিপি সদস্য।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours