পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আরও ৪ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। জুলাই শেষেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এদিন দুপুরে বাংলা হয়েই স্থলভাগে ঢুকবে। এই মুহূর্তে কলকাতা থেকে ১৭০ কিমি দূরে রয়েছে গভীর নিম্নচাপ। সাগরদ্বীপ থেকে নিম্নচাপের দূরত্ব ১৫০ কিমি। দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডে সরবে নিম্নচাপটি। তার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আরও ৪ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। জুলাই শেষেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলের বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়ছে।
একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার আবেদন জানানো হয়। গতকালই রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রপাতে ১৮ জনের মৃত্যু হয়।
দক্ষিণবঙ্গ যখন ভিজছে, তখন গরমে কার্যত পুড়ছে উত্তরবঙ্গ। বৃষ্টি একেবারে কম হচ্ছে। প্রবল গরম উত্তরবঙ্গের জেলাগুলিতে। বালুরঘাটের তাপমাত্রা পৌঁছেছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, সেখানে কোচবিহারের তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের তাপমাত্রাও ৩৭ ডিগ্রির ঘরে। উত্তরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনই অস্বস্তিকর গরম কমার আশা কম।


Post A Comment:
0 comments so far,add yours