তিনি বাংলায় এসেছেন। আর বাংলার নেত্রীকেই কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ দেবেন না এমনটা হয় না। এদিন সকলের সামনেই ওমর বলেন, 'আমি জানি উনি নানা কাজে ব্যস্ত থাকেন। কিন্তু আমি অনেকবার তার অতিথি হিসাবে এসেছি। এবার আমি চাই উনি (মমতা) দুই-তিন দিনের জন্য হলেও কাশ্মীরে আসেন।'
শিল্প থেকে পর্যটন, মহাবৈঠকে বাংলা-কাশ্মীর মেলবন্ধনের পথ খুঁজছেন ওমর
নবান্নে ওমর আবদুল্লাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়
আর কিছুক্ষণেই নবান্নে রয়েছে মহাবৈঠক। দুই বিরোধী দলের মুখ্যমন্ত্রী বসবেন মুখোমুখি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বাংলায় এসেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
এদিন নবান্নে ঢোকার মুখে বাংলার মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ওমরের বক্তৃতা জুড়েই থাকেন কাশ্মীর ও মুখ্যমন্ত্রী প্রসঙ্গ। কীভাবে বারংবার বিধ্বস্ত কাশ্মীরের পাশে দাঁড়িয়েছেন মমতা, সেই কথাটাই তুলে ধরেন ওমর।
ছেলে কিন্তু বলে গিয়েছিল, বাবা...', দিলীপকে নিয়ে মৃত্যুর আগে শেষ কী বলেছিলেন ছেলে প্রীতম, এতদিনে মুখ খুললেন রিঙ্কু
মাছ নয়, এবার খেয়ে দেখুন দই ডিম, রইল সহজ রেসিপি
মৃত্যুর পর আকাশ ছোঁয়ার স্বপ্ন রইল অধরাই
তাঁর কথায়, ‘আমার সঙ্গে এনার সম্পর্ক আজকের নয়। তিনি বারংবার কাশ্মীর ও সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। ২০১৯ সালে আমরা যখন নানা সমস্যা জর্জরিত হয়ে পড়েছি, তখনও তিনি আমাদের পাশে দাঁড়িয়ে্ছিলেন। পহেলগাঁও-কাণ্ডের পর ভারতের প্রত্যাঘাত ও তার পাল্টা পাকিস্তান যখন রাজৌরি এলাকায় বোমা ছুড়ল, সেখানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে দেখা করতে, তাদের পাশে দাঁড়াতে দিদির প্রতিনিধিরাই ছুটে গেল।’
তিনি বাংলায় এসেছেন। আর বাংলার নেত্রীকেই কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ দেবেন না এমনটা হয় না। এদিন সকলের সামনেই ওমর বলেন, ‘আমি জানি উনি নানা কাজে ব্যস্ত থাকেন। কিন্তু আমি অনেকবার তার অতিথি হিসাবে এসেছি। এবার আমি চাই উনি (মমতা) দুই-তিন দিনের জন্য হলেও কাশ্মীরে আসেন।’ পাশাপাশি, শিল্প-বাণিজ্য এমনকি পর্যটনের খাতিরে বাংলা-কাশ্মীরের মেলবন্ধনের বার্তাও দিয়েছেন ওমর আবদুল্লাহ।
ওমরের আমন্ত্রণ গ্রহণের পাশাপাশি কেন্দ্রের দিকেও খানিকটা ইঙ্গিতে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘কাশ্মীরের নিরাপত্তা ওনাদের হাতে নেই। এটা কেন্দ্রীয় সরকার দেখভাল করে। আমি তাদের কাছেও আর্জি রাখব, যেন নিরাপত্তার ব্যাপারটা তারা ওমরের সঙ্গে বৈঠকের মাধ্যমে ঠিকঠাক রাখে। যাতে পর্যটকরা নিশ্চিন্তে কাশ্মীরে ঘুরতে যেতে পারেন।’


Post A Comment:
0 comments so far,add yours