আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যে প্রবল বৃষ্টি হয়েছে, তাতে কার্যত জলমগ্ন গোটা শহর।
টিটাগড়-বেলঘরিয়া-বারাসত, ডুবে গিয়েছে শিয়ালদহ শাখার একের পর এক রেললাইন, চরম বিপাকে যাত্রীরা
রাতভর হয়েছে বৃষ্টি। সকালেও থামার কোনও লক্ষণ নেই। রাস্তাঘাটের পাশাপাশি ডুবে গিয়েছে ট্রেন লাইনও। পাম্প বসিয়ে বের করা হচ্ছে জল। শুধু তাই নয়, একাধিক স্টেশনে সিগন্যালিং ব্যবস্থাতেও বড়সড় বিভ্রাট দেখা দিয়েছে। ফলে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। চরম দুর্ভোগের মুখে পড়েছেন রেলযাত্রীরা।
জানা যাচ্ছে, শিয়ালদহ মেন শাখার একাধিক লাইনে একই ছবি। টিটাগর, বেলঘরিয়া, বারাসত সহ শিয়ালদহ মেন শাখার একাধিক লাইন জলে ডুবে গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল করা হয়নি। তবে সব ট্রেন ঘন্টার পর ঘন্টা দেরিতে চলছে। ফলে অফিসযাত্রীরা সমস্যায় পড়েছেন। রেলের তরফে সবরকম ব্যবস্থা করা হচ্ছে।
ইয়ে ডর হামে আচ্ছা লাগা...', ডাক্তারির সুযোগ ফিরে পেয়ে বললেন শান্তনু
গ্রামের যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে বৌমা, প্রতিবাদ করতেই শ্বশুরকে...
এদিকে, জলমগ্ন একাধিক রাস্তাও। ফলে, যাত্রীদের কাছে তেমন কোনও বিকল্প নেই। ট্রেন কখন ছাড়বে, সেই ভরসায় থাকতে হচ্ছে।
পূর্ব রেলের ডিপিও একলব্য চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, সারা রাত বৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন জায়গায় জল জমেছে। তবে রেলের ইঞ্জিনিয়ারিং সহ সব বিভাগের কর্মীরা সারা রাত জেগেছিলেন। সকাল থেকেও তাঁর কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানিয়েছেন, বেলঘরিয়া সহ একাধিক স্টেশনে সিগন্যালিং ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে না, ফেলিওর হয়েছে সেই স্টেশনগুলিতে ম্যানুয়াল সিগনালিং ব্যবহার করে ট্রেন চালানো হচ্ছে। এভাবে কতক্ষণ পরিষেবা স্বাভাবিক রাখা যাবে সেটা বলতে পারছেন না রেলকর্তা। বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।


Post A Comment:
0 comments so far,add yours