অভিযোগ, সাংসদদের আবাসন বন্টনের ক্ষেত্রে চরম পক্ষপাতদুষ্ট অবস্থান চলছে। অভিযোগ, গত দুই বছরে হাউসিং কমিটির মাত্র দু'টি বৈঠক হয়েছে।


এক বছর পরও ঘর পাননি ইউসুফ, দিল্লিতে তরজা তুঙ্গে
ইউসুফ পাঠান।

লোকসভা নির্বাচনের পর এক বছর কেটে গেলেও এখনও দিল্লিতে সাংসদ হিসেবে এখনও বাড়ি পাননি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। শুক্রবার এই বিষয় নিয়ে বিরোধী সাংসদদের ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল সংসদীয় হাউজিং কমিটির বৈঠক।


অভিযোগ, সাংসদদের আবাসন বন্টনের ক্ষেত্রে চরম পক্ষপাতদুষ্ট অবস্থান চলছে। অভিযোগ, গত দুই বছরে হাউসিং কমিটির মাত্র দু’টি বৈঠক হয়েছে। বিজেপির সাংসদরা, বিশেষত ট্রেজারি বেঞ্চের সদস্যরা, অনায়াসে ভাল বাংলো বা ফ্ল্যাট পেয়ে গিয়েছেন। কিন্তু ইউসুফের মতো অনেক বিরোধী সাংসদদের এখনও জোটেনি কোনও মাথা গোঁজার ঠাই।



স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে আপত্তি! 'ডিভোর্স হওয়াই ভাল', মনে করল হাইকোর্ট
'কী বাজে গন্ধ!' নায়িকাকে চুমু খেতে গিয়ে বিপত্তি, ববির কী হাল হয়?
Russian Girl: অ্যাকাউন্টে ২০০ টাকাও নেই! ছেলেকে নিয়ে কোথায় গেলেন চন্দননগরের রুশ-বধূ ভিক্টোরিয়া? সুপ্রিম কোর্টে বড় তথ্য জানাল কেন্দ্র
সাংসদ নন এমন অনেক নেতাই বাংলো দখল করে আছেন বলেও বৈঠকে অভিযোগ উঠেছে। একইসঙ্গে, নিউ দিল্লি এলাকায় পরিকাঠামোগত কাজে এনডিএমসি র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

গত লোকসভা নির্বাচনে রীতিমতো চমক দিয়ে ইউসুফ পাঠানকে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেয় তৃণমূল। সেই কেন্দ্র থেকে অধীর চৌধুরীকে হারিয়ে জয়ী হয়ে যান ইউসুফ।

অভিযোগ, তৃণমূল সূত্রের দাবি, তাঁদের অনেক সাংসদই এখনও বাড়ি পাননি। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানও। প্রভাব খাটিয়ে অন্যরা ফ্ল্যাট পাচ্ছে বলে অভিযোগ ওঠে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours