গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সই ইস্যুতে এদিন প্রশ্ন করা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
আমি আমারটা বলতে পারি, বাইরে কী হয়েছে জানি না', বাঙালি হেনস্থা-ইস্যুতে সৌরভ গঙ্গোপাধ্যায়
বাঙালি শ্রমিকদের ‘বাংলাদেশি’ তকমা দেওয়া হচ্ছে। ওড়িশা, অসম, মহারাষ্ট্র, হরিয়ানার মতো একাধিক রাজ্যে উঠেছে এমন অভিযোগ। দিল্লিতে বাঙালি শ্রমিকদের ঘরে বিদ্যুতের লাইন পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। প্রতিবাদের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে সৌরভ গঙ্গোপাধ্য়ায় বললেন, বাইরের রাজ্যে কী হচ্ছে, তাঁর জানা নেই।
বৃহস্পতিবার বাঙালি-হেনস্থার অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার অনেক খেলোয়াড় কাজের সূত্রে ভিনরাজ্যে যায়। সে কথা উল্লেখ করেই প্রশ্ন করা হয়েছিল সৌরভকে। তিনি উত্তরে বলেন, “আমি বাংলায় বড় হয়েছি। কলকাতায় বড় হয়েছি। এই রাজ্যেই আমার সব কিছু। আমি আমারটা বলতে পারি। এর বাইরে কোথায় কী হয়েছে, আমার জানা নেই।”
বাঙালি হেনস্থার অভিযোগ নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল। ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনক্ষণও বেঁধে দিয়েছেন তিনি। আগামী ২৭ জুলাই নানুর দিবস। সেই দিনের পর থেকে টানা ভাষা আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাঙালিকে হেনস্থার প্রতিবাদে এই ভাষা আন্দোলনের ডাক দেন তিনি।


Post A Comment:
0 comments so far,add yours