এরপরেই দিলীপের সংযোজন, 'দিলীপ ঘোষ তৈরি রয়েছে। রাস্তায় রয়েছে। কর্মীদের মাঝে রয়েছে। যে কাজ আমায় দেওয়া হয়েছিল, তা আমি করেছি। এখন সুস্থ সবল রয়েছি। দল যে ভাবে ব্যবহার করবে, সে রকম ভাবেই কাজ করব। ম্যায় হু না।'



ম্যায় হুঁ না...', 'দূরত্ব' ঘুঁচিয়ে ফর্মে দিলীপ! বললেন, 'কারওর সার্টিফিকেট চাইনি'
AI ছবি

‘ম্য়ায় হুঁ না…’। এই কথার সরাসরি বাংলা তর্জমা করলে দাঁড়ায়, তিনি আছেন। তাই চিন্তার নেই। মাস কয়েক আগের ছবিটার সঙ্গে যেন দিলীপের এখনকার কথা মিলছে না। যখন শমীক বসেছেন শীর্ষ পদে, তিনি বাজিয়েছেন ডুগডুগি। অবশ্য, একাংশের মতে সেই ডুগডুগি আসলে তিনি নিজের জন্য নয়। বাজিয়েছেন দলের অন্য নেতাদের জন্য। কারণ, দিলীপ আবার ফিরছেন বা বলা চলে ফিরে গিয়েছেন।


মঙ্গলবার সেই সূত্র ধরেই একবারে নাম না করেই সুকান্ত-শুভেন্দুকে আক্রমণ শানিয়ে দিলেন তিনি। এদিন দিলীপ বলেন, ‘আমি কারওর সার্টিফিকেট চাইনি। কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা আমার কাছে এসেছিলেন। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। এখন প্রশ্ন উঠছে দল তা হলে এখন এগোচ্ছে না কেন? সেই উত্তর খুঁজতে হবে।’

এরপরেই দিলীপের সংযোজন, ‘দিলীপ ঘোষ তৈরি রয়েছে। রাস্তায় রয়েছে। কর্মীদের মাঝে রয়েছে। যে কাজ আমায় দেওয়া হয়েছিল, তা আমি করেছি। এখন সুস্থ সবল রয়েছি। দল যে ভাবে ব্যবহার করবে, সে রকম ভাবেই কাজ করব। ম্যায় হু না।’

উল্লেখ্য, এই দিলীপ কিন্তু একেবারে পুরনো দিলীপ। যার ধ্য়ান-জ্ঞানই দল। কিন্তু মাঝের পর্বটা একটু অন্যরকম ছিল। একাংশ মনে করছে, দূরত্ব বেড়েছিল। যা শমীক মিটিয়েছেন। দিল্লিতে গিয়ে ‘চেয়ার না পাওয়া’ নিয়ে আক্ষেপ প্রকাশ করা দিলীপ এবার ফের প্রথমসারিতে। আর পুরনোদের সামনে বসানোর বার্তা তো খোদ বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও দিয়েছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours