নদী এবং সমুদ্রের উত্তাল ঢেউয়ের জেরে বাঁধ ভেঙ্গে এবং উপচে নোনা জলে প্লাবিত পাথরপ্রতিমার গোবর্ধনপুরের বিস্তীর্ণ এলাকা
পাথরপ্রতিমার গোবর্ধনপুর গ্রামে প্লাবন ঠেকাতে তৈরি করা হচ্ছিল অস্থায়ী রিঙবাঁধ, বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের জেরে গতকাল সেই রিঙবাঁধে ফাটল দেখা দিয়েছে। সদ্য তৈরি হওয়া বাঁধ উপচে এবং ওই একই জায়গায় সমুদ্র বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে নোনা জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। সমুদ্রের জলে জলমগ্ন বিঘের পর বিঘে চাষের জমি, রাস্তা, পুকুর।
জলবন্দি হয়ে রয়েছে ৭০ থেকে ৮০টি পরিবার। সদ্য তৈরি হওয়া রিঙবাঁধ নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছে দুর্গত মানুষজন। দুর্বল বাঁধগুলির ওপর সেচ দপ্তরের আধিকারিকদের নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক, মহকুমা এবং জেলা স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি জারি থাকবে। আগামী সোমবার এবং মঙ্গলবার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার


Post A Comment:
0 comments so far,add yours